ফেব্রুয়ারি মাসে নানা সমস্যা কাটাতে বেছে নিন রাশি অনুযায়ী রং

জীবনে সার্বিক সাফল্য পাওয়ার অন্যতম মাধ্যম হল রং। মানব জীবনে রঙের গুরুত্ব অপরিসীম। রাশি অনুযায়ী রঙের গুরুত্ব দেখে রত্ন ধারণ করার পরামর্শ দেন জ্যোতিষবিদরা। আবার কোনও ক্ষেত্রে দেখা যায়, বছরের বিভিন্ন মাস অনুযায়ী জাতকের শুভ রঙের কিছু পরিবর্তন হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৭
Share:

জীবনে সার্বিক সাফল্য পাওয়ার অন্যতম মাধ্যম হল রং। মানব জীবনে রঙের গুরুত্ব অপরিসীম। রাশি অনুযায়ী রঙের গুরুত্ব দেখে রত্ন ধারণ করার পরামর্শ দেন জ্যোতিষবিদরা। আবার কোনও ক্ষেত্রে দেখা যায়, বছরের বিভিন্ন মাস অনুযায়ী জাতকের শুভ রঙের কিছু পরিবর্তন হয়। কোনও মানুষের জীবনে নানা সমস্যা কাটাতে এবং বাধা বিঘ্ন দূর করতে রঙের প্রবল ভূমিকা রয়েছে। সঠিক রং নির্বাচনে যেমন সমস্যা কেটে যায়, ঠিক তেমনইভুল রং ব্যবহারে তার উল্টোটা ঘটে।

Advertisement

ফেব্রুয়ারি মাসে সমস্যা কাটাতে রাশি অনুযায়ী কোন রাশির কোন রং বেছে নেওয়া উচিত, জেনে নিন—

মেষ: মেষ রাশির জন্য শুভ রং লাল বা লাল আভা যুক্ত কোনও রং।

Advertisement

বৃষ: বৃষ রাশির জীবন থেকে সমস্যা দূর করতে সাদা রং উপযুক্ত।

মিথুন: মিথুন রাশির জন্যগাঢ় সবুজ বা হালকা সবুজ রং খুব ভাল।

আরও পড়ুন: এই তিন রাশির জাতকরা জীবনে কখনও হারতে শেখেননি

কর্কট: কর্কট রাশির ক্ষেত্রে সাদা রং উপযুক্ত। যে কোনও সাদা আভা যুক্ত হালকা রং ব্যবহার করা যেতে পারে।

সিংহ: সিংহ রাশির উপযুক্ত রং কমলা বা লাল আভা যুক্ত রং।

কন্যা: কন্যা রাশির জন্য হালকা বা গাঢ় সবুজ রং সমস্যা কাটাতে সাহায্য করবে।

তুলা: তুলা রাশির উপযুক্ত রং সাদা।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির সমস্যা কমাতে লাল রং উপযুক্ত।

ধনু: ধনু রাশির জন্য হালকা বা গাঢ় হলুদ রং উপযুক্ত।

মকর: মকর রাশির ক্ষেত্রে উপযুক্ত রং হালকা নীল বা আকাশী।

কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের কালচে নীল রং ব্যবহার করা উপযুক্ত।

মীন: মীন রাশির ক্ষেত্রে হলুদ রং বাঞ্ছনীয়। হালকা বা গাঢ় দুটোই ব্যবহার করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement