সিডনির ২২ গজ। ছবি: এক্স (টুইটার)।
মেলবোর্নে হারার পর ভারতীয় দলের কাছে সিডনি টেস্টের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে বর্ডার-গাওস্কর সিরিজ়ের পঞ্চম টেস্ট জিততেই হবে রোহিত শর্মাদের। স্বাভাবিক ভাবেই সিডনির ২২ গজ নিয়ে আগ্রহ রয়েছে ভারতীয় শিবিরে। কেমন হবে পিচ? ম্যাচ শুরুর দু’দিন আগে মুখ খুলেছেন সিডনির পিচ প্রস্তুতকারক অ্যাডাম লুইস।
বছরের প্রথম টেস্টের পিচ তৈরি করেছেন লুইস। বুধবার প্রথমে তিনি পিচের উপরের ঢাকা সরিয়ে দিয়েছেন। কেটে দেওয়া হয়েছে সাত মিলিমিটার ঘাস। ম্যাচের আগের দু’দিন ভারী রোলার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সিডনির পিচ প্রস্তুতকারক।
কেমন হবে পিচ? বোলারেরা কতটা সুবিধা পাবেন ২২ গজ থেকে? ব্যাটারদের জন্যই বা কী থাকছে? লুইস বলেছেন, ‘‘আমাদের হাতে এখনও দু’দিন আছে। চূড়ান্ত প্রস্তুতি চলছে বলা যায়। পিচের ঢাকা সরিয়ে দেওয়া হয়েছে। সাত মিলিমিটার ঘাস ছেঁটে ফেলা হয়েছে। খানিক ক্ষণ রোলার ব্যবহার করা হয়েছে। অল্প জলও ছেটানো হয়েছে। পিচ দেখে আমার ভালই লাগছে।’’ সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সমাজমাধ্যম অ্যাকাউন্টে তিনি আরও বলেছেন, ‘‘এখানে এখন বেশ গরম। চেষ্টা করছি পিচের উপরের অংশের আর্দ্রতা যতটা সম্ভব বজায় রাখার। বৃহস্পতিবার আমরা আর একটু ভারী রোলার ব্যবহার করব। তাতে পিচের রং একটু বদলাবে। শুক্রবার সকালের মধ্যে পিচ খেলার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যাবে।’’
সাধারণত সিডনির পিচ অনেকটা ভারতীয় উপমহাদেশের মতো হয়। স্পিনারেরা সাহায্য পান। ব্যাটারেরাও ভাল রান পান। এক বার থিতু হয়ে গেলে অনেকেই বড় রান করেন। লুইস জানিয়েছেন, পিচের চরিত্র বদলের চেষ্টা করেননি। পাঁচ দিন ক্রিকেট খেলার উপযুক্ত ২২ গজ তৈরির চেষ্টা করেছেন।