বিভিন্ন মানুষের বিভিন্ন অভ্যাস থাকে। যার মধ্যে কিছু অভ্যাস ভাল, আবার কিছু বদঅভ্যাস। বদভ্যাসের তালিকার মধ্যে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস অনেকের মধ্যেই লক্ষ্য করা যায়। চাপ বা টেনশন হলেই দাঁত দিয়ে নখ কাটতে আরাম্ভ করে দেন অনেকে। দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস অনেক ক্ষেত্রেই অপরিচ্ছন্নতাকে নির্দেশ করে।
শাস্ত্রে বলা আছে যে, দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থেকে মানুষের স্বভাব সম্পর্কে অনেক গোপন তথ্য বলে দেওয়া যায়। মানুষের চারিত্রিক অনেক বৈশিষ্ট্যই এই অভ্যাস থেকে বলা সম্ভব হয়।
আরও পড়ুন: এই সব জিনিস কখনও অন্যের কাছ থেকে ধার করে ব্যবহার করতে নেই
দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থেকে মানুষের কোন গোপন স্বভাব প্রকাশ পায় দেখে নেওয়া যাক—
১) যাঁরা প্রায়ই দাঁত দিয়ে নখ কাটেন, তাঁদের কাজের মধ্যে একটা শিল্প ভাবনা বজায় থাকে। সব কাজেই এঁরা পারফেকশন চান। সব কাজেই এঁরা খুঁতখুঁতে হন। যত ক্ষণ কাজ নিখুঁত না হবে, তত ক্ষণ চেষ্টা চালাতেই থাকবেন।
২) এই অভ্যাস কিছুটা সর্বেসর্বা হয়ে ওঠাকে নির্দেশ করে। প্রায় কাজেই এঁরা সর্বেসর্বা হয়ে উঠতে চান।
৩) যাঁরা একই কাজ বেশি দিন করতে চান না, অর্থাৎ কাজে একঘেয়েমি এসে যায়, তাঁরা এই অভ্যাসের অধীন থাকেন। এক কথায় বলা চলে, এঁরা কাজের বিভিন্নতাতেই সুখ খুঁজে পান।
৪) অনেক সময় অতিরিক্ত চাপের ফলে এই কু-অভ্যাস তৈরি হয়।