রাশি অনুযায়ী জেনে নিন মানুষ তাঁর কোন স্বভাবের জন্য বার বার বিপদে পড়েন

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যেমন বলা যায় এক জন মানুষের ভাল স্বভাবের কথা, ঠিক তেমনই বলা যায় তাঁর স্বভাবের মধ্যে কী ত্রুটি রয়েছে। রাশিগত বিচারে এক জন মানুষের স্বভাব যেমন বলা যায় আবার বলা যায় তাঁর কোন স্বভাবের জন্য তিনি বার বার বিপদে পড়তে পারেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০০:০৫
Share:

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যেমন বলা যায় এক জন মানুষের ভাল স্বভাবের কথা, ঠিক তেমনই বলা যায় তাঁর স্বভাবের মধ্যে কী ত্রুটি রয়েছে। রাশিগত বিচারে এক জন মানুষের স্বভাব যেমন বলা যায় আবার বলা যায় তাঁর কোন স্বভাবের জন্য তিনি বার বার বিপদে পড়তে পারেন।

Advertisement

মেষ: মেষ রাশির মানুষরা প্রেম ছাড়া সব ব্যাপারই নিজের স্বাধীনতা বা নিজের মতে চলতে চান। এর ফলে মাঝে মধ্যে বিপদে পড়তে হতে পারে।

বৃষ: বৃষ রাশির মানুষরাও স্বাধীনচেতা হন, তবে সমস্যা দেখলে বেশির ভাগ ক্ষেত্রেই নিজেকে সরিয়ে নেন। এঁরা মাঝে মাঝেই খুব উদাসীন হয়ে পড়েন। আর এটাই বিপদের কারণ হতে পারে।

Advertisement

মিথুন: মিথুন রাশির মানুষ কখন কী করবেন বুঝে উঠতে পারেন না। এই স্বভাবের জন্যই বিপদে পড়েন এঁরা।

কর্কট: এই রাশির মানুষদের নিজের ওপর বিশ্বাস কম থাকে। অন্যের ওপর নির্ভর করার জন্য নিজের বিপদ নিজে ডেকে আনেন।

আরও পড়ুন: রাশি অনুযায়ী কোন স্বভাবের জন্য অন্যেরা আপনাকে অপছন্দ করে জানেন?

সিংহ: সিংহ রাশির মানুষের কাজ না করার মানসিকতা তাঁকে বার বার বিপদে ফেলে।

কন্যা: কন্যা রাশি সমালোচনা করতে খুব বেশি পছন্দ করেন। তা সে নিজের হোক বা অন্যের। এই স্বভাব এঁদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

তুলা: তুলা রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া খুব মুশকিল হয়। তাই ভুল সিদ্ধান্তের জন্য কোনও সময় বিপদে পড়তে হয়।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির মানুষ সব ব্যাপারে প্রয়োজনের তুলনায় বেশি আগ্রহী হয়ে পড়েন। এই জন্য এঁরা খুব বিপদে পড়েন।

ধনু: ধনু রাশির মানুষ খুবই একগুঁয়ে স্বভাবের হন। এঁরা যা ভাবেন, তাই করেন। এই জন্য এঁরা বিপদে পড়েন।

মকর: মকর রাশির মানুষ একটুতেই খুব বিরক্তি প্রকাশ করেন। এর জন্য খুব বেশি সমস্যায় পড়তে হয়।

কুম্ভ: কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে ক্রোধ এঁদের বিপদে ফেলেন। সহজে রাগ সামলাতে পারেন না এঁরা।

মীন: মীন রাশির মানুষরা অন্যকে খুব বেশি সাহায্য করতে ভালবাসেন। ফলে নিজের বিপদ নিজেই ডেকে আনেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement