গ্রহ পীড়িত? গ্রহের বীজমন্ত্র জেনে জপ করুন, শান্তিলাভ হবে

আজকাল প্রায় প্রতিটি মানুষেই গ্রহের দ্বারা পীড়িত। এইসব পীড়িত মানুষ নীচের সংক্ষিপ্ত মন্ত্র অল্প অল্প প্রতি দিন জপ করে গ্রহের শান্তি লাভ করতে পারেন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

আজকাল প্রায় প্রতিটি মানুষেই গ্রহের দ্বারা পীড়িত। এইসব পীড়িত মানুষ নীচের সংক্ষিপ্ত মন্ত্র অল্প অল্প প্রতি দিন জপ করে গ্রহের শান্তি লাভ করতে পারেন।

Advertisement

এখন দেখে নেওয়া যাক গ্রহপীড়া অনুসারে কী মন্ত্র জপ করবেন:

সূর্য মন্ত্র: ওঁ হ্রাং হ্রীং সঃ সূর্যায় নমঃ। অথবা ওঁ হ্রীং হ্রীং সূর্যায় নমঃ।

Advertisement

চন্দ্র মন্ত্র: ওঁ শ্রাং শ্রীং শ্রৌং সঃ চন্দ্রায় নমঃ। অথবা ওঁ এং ক্লীং সোমায় নমঃ।

মঙ্গল মন্ত্র: ওঁ ক্রাং ক্রীং ক্রৌং সঃ ভৌমায় নমঃ। অথবা ওঁ এং হ্রৌং শ্রীং প্রাং কং গ্রহাধিপতয়ে ভৌমায় স্বাহা।

আরও পড়ুন: তুলা রাশির জীবনে কী কী ঘটতে পারে বাংলার নতুন বছরে

বুধ মন্ত্র: ওঁ ব্রাং ব্রীং ব্রৌং সঃ বুধায় নমঃ। অথবা ওঁ এং স্ত্রীং শ্রীং বুধায়ঃ নমঃ। অথবা ওঁ হ্রাং কোং ডং গ্রহনায়ায় বুধায়।

বৃহস্পতি মন্ত্র: ওঁ গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ। অথবা ওঁ বৃহস্পতয়ে নমঃ। অথবা ওঁ হ্রীং শ্রীং ক্লীং এং গ্লৌং গ্রহাধিপতয়ে বৃহস্পতয়ে বীং ঠঃ শ্রীং ঠঃ এং ঠঃ স্বাহা।

শুক্র মন্ত্র: ওঁ দ্রাং দ্রীং দ্রৌং সঃ শুক্রায় নমঃ। অথবা ওঁ হ্রীং শ্রীং শুক্রায় নমঃ। অথবা ওঁ বস্ত্রংমে দেহি শুক্রায় নমঃ।

শনি মন্ত্র: ওঁ প্রাং প্রীং প্রৌং সঃ শনয়ে নমঃ। অথবা ওঁ এং হ্রীং শ্রীং শনৈশ্চরায় নমঃ। অথবা হ্রীং শ্রী গ্রহ চক্রবর্তিনে শনৈশ্চরায় ক্লীং এং সঃ স্বাহা।

রাহু শান্তি মন্ত্র: ওঁ ভ্রাং ভ্রীং ভ্রৌং সঃ রাহবে নমঃ। অথবা ওঁ ক্রোং ক্রীং হুং হুং টং মংক ধারিণে রাহবে রং হ্রীং শ্রীং মৈং স্বাহা। অথবা ওঁ এং হ্রীং রাহবে নমঃ।

কেতু শান্তি মন্ত্র: ওঁ স্রাং স্রীং স্রৌং সঃ কেতবে নমঃ। অথবা ওঁ হ্রীং কেতবে নমঃ। অথবা ওঁ হ্রীং ক্রূং ক্রুর রূপিণে কেতবে এং সৌং স্বাহা।

প্রতিটি মন্ত্রের বিকল্প দেওয়া আছে। সাধক নিজ ইচ্ছা মতো বেছে জপ করলে অবশ্যই লাভবান হবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement