আমার কি নিজের বাড়ির যোগ আছে? থাকলে কখন? এই প্রশ্ন আমাদের প্রায় সবার মনেই আসে। জেনে নেওয়া যাক কী জাতীয় যোগ থাকলে নিজের বাড়ি লাভ হয় বা তৈরি করা যেতে পারে—
১) কেন্দ্র স্থান, ত্রিকোণ স্থান, চতুর্থ স্থান এবং চতুর্থ পতি বলবান হতে হবে।
২) মঙ্গল (ভূমির কারক) বলবান হতে হবে। শুভ হতে হবে।
৩) ভবন সুখ প্রাপ্তির জন্য লগ্ন এবং লগ্নাধিপতি বলবান হতে হবে। তা না হল নিজ নির্মিত ভবন অন্যের হাতে চলে যাবে।
আরও পড়ুন: বাড়ির কোন কোণে কী থাকলে কী রোগ হয় জেনে নিন
৪) নবম পতি, দশম পতি এবং একাদশ পতির সাহায্য প্রয়োজন।
৫) লগ্নাধিপতি চতুর্থে এবং চতুর্থ পতি লগ্নে থাকলে স্বঅর্জিত সুখদায়ক বাড়ি হয়।
৬) চতুর্থ পতি এবং কোনও শুভ গ্রহ কেন্দ্রে অথবা কোণে থাকলে উত্তম গৃহ যোগ থাকে।
৭) চতুর্থে চন্দ্র এবং শুক্র অথবা চতুর্থ স্থান যদি কোনও গ্রহের উচ্চ রাশি হয়, তবে সেই গ্রহ এবং চতুর্থপতি কেন্দ্র-কোণে থাকলে সুন্দর এবং বিশাল বাড়ি লাভ হয়।
৮) চতুর্থ পতি ও দশম পতি, চন্দ্র এবং শনি এক সঙ্গে থাকলে বিচিত্র গৃহযোগ।
৯) চতুর্থ পতি এবং দশম পতি, শনি এবং মঙ্গল এক সঙ্গে থাকলে বিভিন্ন প্রকার গৃহযোগ।
১০) চতুর্থ স্থান চর রাশি অথবা চতুর্থ পতি চর রাশিতে, চতুর্থ পতি শুভ গ্রহযুক্ত বা শুভ গ্রহদৃষ্ট হলে জাতকের কোনও গৃহই পছন্দ হয় না। একের পর এক বদলাতে থাকে। আবার এইগুলি যদি স্থির রাশিতে হয় তবে জাতকের স্থায়ী ঘর হয়।
১১) বর্তমানে কেতুকেও সম্পত্তি বিচার করার জন্য প্রয়োজন।