প্রচুর ভূসম্পত্তি কেনা সম্ভব যদি লগ্ন অনুযায়ী এই রত্ন ধারণ করা হয়

মঙ্গলের রত্ন রক্তপ্রবাল একটি খুবই লাভজনক রত্ন যা ধারণে জাতক বিশেষ লাভবান হতে পারেন। তবে কিছু লগ্ন রয়েছে, যাঁরা রক্তপ্রবাল অর্থাৎ পলা ধারণ করলে শুভ ফলের বদলে অশুভ ফলই বেশি হবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ০০:০৪
Share:

মঙ্গলের রত্ন রক্তপ্রবাল একটি খুবই লাভজনক রত্ন যা ধারণে জাতক বিশেষ লাভবান হতে পারেন। তবে কিছু লগ্ন রয়েছে, যাঁরা রক্তপ্রবাল অর্থাৎ পলা ধারণ করলে শুভ ফলের বদলে অশুভ ফলই বেশি হবে। আবার কিছু লগ্নের জাতক-জাতিকা রয়েছেন যাঁরা এই রক্তপ্রবাল ধারণে খুবই ভাল ফল পেতে পারেন।

Advertisement

রক্তপ্রবাল ধারণ করলে সাহস ও পরাক্রম বৃদ্ধি পায়। মনের দিক থেকে সতেজ হওয়া যায়। আত্মবিশ্বাসের সমস্যা থাকলে এই রক্তপ্রবাল ধারণের মাধ্যমে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। রক্ত সংক্রান্ত রোগ সারাতে সাহায্য করে রক্তপ্রবাল। প্রোমোটার বা ভূসম্পত্তি কেনাবেচার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের জন্য পলা অত্যন্ত উপযোগী রত্ন। ভূসম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করে এই রত্ন।

এ বার দেখা যাক কোন লগ্নের জাতক এই রত্ন ধারণ করতে পারবেন—

Advertisement

মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন লগ্নের জাতক এই রত্ন ধারণ করতে পারবেন।

এ ছাড়া রাশিচক্রে যদি মঙ্গল কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করে, সে ক্ষেত্রেও পলা ধারণ করা যায়।

আরও পড়ুন: এই রাশির মানুষরা খুব কম বয়সেই প্রচুর অর্থসম্পদের মালিক হয়ে উঠতে পারেন

কোন লগ্নের জাতক ধারণ করতে পারবেন না—

বৃষ, মিথুন, কন্যা এবং তুলা লগ্নের জাতক ধারণ করতে পারবেন না।

রাশিচক্রে যদি মঙ্গল ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে, তা হলেও পলা ধারণ করা যাবে না।

বিশেষ কিছু দশায় মকর এবং কুম্ভ লগ্নের জাতক এই পলা ধারণ করতে পারবেন তা ছাড়া নয়।

কোন ধাতু দিয়ে ধারণ করতে হবে—

সোনা এবং তামা দিয়ে রক্তপ্রবাল পরতে হবে। মঙ্গলবার দুধ এবং গঙ্গাজলে ধুয়ে পলা ধারণ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement