প্রতীকী চিত্র।
আমরা প্রতি দিন স্নান করি নিজেকে পরিষ্কার পরিছন্ন রাখার জন্য। কিন্তু স্নানের মাধ্যমে আমরা যে আমাদের জীবনকে আমূল বদলে ফেলতে পারি, তা অনেকেই জানি না। কেবল মাত্র জলে কিছু সামগ্রী মিশিয়ে স্নান করতে পারলে নানা দিক থেকে উপকার পাওয়া সম্ভব।
জেনে নিন কোন কোন সামগ্রীতে কী ধরনের ফল লাভ—
সম্পত্তি বৃদ্ধির জন্য বিশেষ স্নান
স্নানের জলে কিছুটা গঙ্গাজল, পদ্ম ফুলের পাপড়ি, বেলপাতা এবং কিছুটা গোলাপ জল মিশিয়ে শুক্রবার স্নান করুন।
কাঁচা দুধের স্নান
সোমবার স্নানের জলে কিছুটা কাঁচা দুধ মিশিয়ে স্নান করলে বুদ্ধির বিকাশ ঘটে এবং বলবৃদ্ধি হয়।
ঘিয়ের স্নান
স্নানের জলে খুব সামান্য পরিমাণ ঘি এবং গঙ্গাজল মিশিয়ে স্নান করলে নানা প্রকার ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এ ছাড়া শরীরে শুদ্ধ শক্তি সঞ্চারিত হয়।
সাদা তিলের স্নান
প্রতি দিন স্নানের জলে অল্প গঙ্গাজল এবং সাদা তিল মিশিয়ে স্নান করা অত্যন্ত ভাল। তবে এই স্নানটি মহিলাদের জন্য বিশেষ উপকারী। এর ফলে মহিলাদের নানা গুপ্ত রোগের উপশম হয়।
গাঁদা ফুলের স্নান
স্নানের জলে গাঁদা ফুলের পাপড়ি কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখুন। তার পর সেই জল দিয়ে বৃহস্পতিবার স্নান করুন। এতে যাঁদের বিবাহে বাধা রয়েছে, তা দূর হয়ে যাবে।
লাউয়ের রসের স্নান
স্নানের জলে কিছুটা লাউয়ের রস মিশিয়ে শুক্রবার স্নান করুন, এই স্নানের ফলে পুরুষ-মহিলা, সকলেই উপকৃত হবেন।
শিশুদের জন্য টক দইয়ের স্নান
যে শিশু অত্যন্ত চঞ্চল, তাদের স্নানের জলে অল্প টক দই এবং সাদা চন্দন মিশিয়ে স্নান করাতে পারলে খুব উপকার পাওয়া যায়।