Basanti Puja

Basanti Puja 2022: আগামী ২৪ চৈত্র শ্রী শ্রী বাসন্তী পূজা, জেনে নিন নির্ঘণ্ট

পুরাণ অনুযায়ী চিত্রবংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা দেবী দুর্গারই। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পূজার রীতি প্রায় একই।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ০৮:০৮
Share:

প্রতীকী চিত্র।

ঋতু যাই হোক, মহাপুরুষরা বিপদকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে আদ্যাশক্তির আরাধনা করছেন। ‘রামায়ণ’-এ শ্রী রামচন্দ্র শরৎ কালে অশুভ শক্তি নাশ করতে দেবীর আরাধনা করেন। পুরাণ অনুযায়ী চিত্রবংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা দেবী দুর্গারই। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পূজার রীতি প্রায় একই। শরৎকালে শারদীয়া দুর্গাপূজা, বসন্ত কালে দেবী দুর্গার পূজা শ্রী শ্রী বাসন্তী পূজা। দেবীর দোলায় আগমন, ফল— মরক। দেবীর গজে গমন, ফল— ফলশস্যপূর্ণা বসুন্ধরা।

Advertisement

আগামী ৮ এপ্রিল, বাংলার ২৪ চৈত্র শুক্রবার শ্রী শ্রী বাসন্তী পূজা। এখানে তার নির্ঘণ্ট রইল।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

Advertisement

পঞ্চমী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২১ চৈত্র, মঙ্গলবার।

খ্রিস্টাব্দ– ৫ এপ্রিল, মঙ্গলবার।

সময়– দিবা ৩টে ৪৭ মিনিট।

পঞ্চমী তিথি শেষ –

বঙ্গাব্দ– ২২ চৈত্র, বুধবার।

খ্রিস্টাব্দ– ৬ এপ্রিল, বুধবার।

সময়– সন্ধ্যা ৬টা ২ মিনিট।

ষষ্ঠী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২২ চৈত্র, বুধবার।

খ্রিস্টাব্দ– ৭৬ এপ্রিল, বুধবার।

সময়– সন্ধ্যা ৬টা ০৩ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ–

বঙ্গাব্দ– ২৩ চৈত্র, বৃহস্পতিবার।

খ্রিস্টাব্দ– ৭ এপ্রিল, বৃহস্পতিবার।

সময় – রাত্রি ৮টা ৩৩ মিনিট।

সপ্তমী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২৩ চৈত্র, বৃহস্পতিবার।

খ্রিস্টাব্দ– ৭ এপ্রিল, বৃহস্পতিবার।

সময়– রাত্রি ৮টা ৩৪ মিনিটে।

সপ্তমী তিথি শেষ–

বঙ্গাব্দ– ২৪ চৈত্র, শুক্রবার।

খ্রিস্টাব্দ– ৮ এপ্রিল, শুক্রবার।

সময়– রাত্রি ১১টা ০৬ মিনিট।

অষ্টমী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২৪ চৈত্র, শুক্রবার।

খ্রিস্টাব্দ– ৮ এপ্রিল, শুক্রবার।

সময়– রাত্রি ১১টা ০৭ মিনিট।

অষ্টমী তিথি শেষ–

বঙ্গাব্দ– ২৫ চৈত্র, শনিবার।

খ্রিস্টাব্দ– ৯ এপ্রিল, শনিবার।

সময়– রাত্রি ১টা ২৪ মিনিট।

রাত্রি ঘঃ ১টা গতে সন্ধি পূজা আরম্ভ, রাত্রি ঘঃ ১টা ২৪ মিনিট গতে বলিদান। রাত্রি ১টা ৪৮ মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন।

নবমী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২৫ চৈত্র, শনিবার।

খ্রিস্টাব্দ– ৯ এপ্রিল, শনিবার।

সময়– রাত্রি ১টা ২৫ মিনিট।

নবমী তিথি শেষ –

বঙ্গাব্দ– ২৬ চৈত্র, রবিবার।

খ্রিস্টাব্দ– ১০ এপ্রিল, রবিবার।

সময়– রাত্রি ৩টে ১৬ মিনিট।

দশমী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২৬ চৈত্র, রবিবার।

খ্রিস্টাব্দ– ১০ এপ্রিল, রবিবার।

সময়– রাত্রি ৩টে ১৭ মিনিট।

দশমী তিথি শেষ –

বঙ্গাব্দ– ২৭ চৈত্র, সোমবার।

খ্রিস্টাব্দ– ১১ এপ্রিল, সোমবার।

সময়– রাত্রি ৪টে ৩১ মিনিট।

দিবা ৯টা ৩৫ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ৬টা ৫৮ মিনিটের মধ্যে পুনঃ ৮ টা ৩১ গতে ৯ টা ৩৫ মধ্যে শ্রী শ্রী দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও বিসর্জন প্রশস্তা।

দিবা ঘঃ ৯টা ৩৩ মিনিটের মধ্যে শ্রী শ্রী রামনবমী ব্রতের পারণ।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

পঞ্চমী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২১ চৈত্র, মঙ্গলবার।

খ্রিস্টাব্দ– ৫ এপ্রিল, মঙ্গলবার।

সময়– দিবা ২টো ৪৭ মিনিট ৩১ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ–

বঙ্গাব্দ– ২২ চৈত্র, বুধবার।

খ্রিস্টাব্দ– ৬ এপ্রিল, বুধবার।

সময়– অপরাহ্ন ৪টে ৩৫ মিনিট ১০ সেকেন্ড।

ষষ্ঠী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ- ২২ চৈত্র, বুধবার।

খ্রিস্টাব্দ– ৬ এপ্রিল, বুধবার।

সময়– অপরাহ্ন ৪ টে ৩৫ মিনিট ১১ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ–

বঙ্গাব্দ– ২৩ চৈত্র, বৃহস্পতিবার।

খ্রিস্টাব্দ– ৭ এপ্রিল, বৃহস্পতিবার।

সময়– সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট ২৪ সেকেন্ড।

সপ্তমী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২৩ চৈত্র, বৃহস্পতিবার।

খ্রিস্টাব্দ– ৭ এপ্রিল, বৃহস্পতিবার।

সময়– সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট ২৫ সেকেন্ড।

সপ্তমী তিথি শেষ–

বঙ্গাব্দ– ২৪ চৈত্র, শুক্রবার।

খ্রিস্টাব্দ– ৮ এপ্রিল, শুক্রবার।

সময়– রাত্রি ৮টা ৪১ মিনিট ৩৮ সেকেন্ড।

অষ্টমী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২৪ চৈত্র, শুক্রবার।

খ্রিস্টাব্দ– ৮ এপ্রিল, শুক্রবার।

সময়– রাত্রি ৮টা ৪১ মিনিট ৩৯ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ–

বঙ্গাব্দ– ২৫ চৈত্র, শনিবার।

খ্রিস্টাব্দ– ৯ এপ্রিল, শনিবার।

সময় – রাত্রি ১০টা ৩৮ মিনিট ২৯ সেকেন্ড।

রাত্রি ১০টা ১৪ মিনিট ২৯ সেকেন্ড থেকে সন্ধি পূজা আরম্ভ। রাত্রি ১০টা ৩৮ মিনিট ২৯ থেকে বলিদান। রাত্রি ১১টা ২ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে সন্ধি পূজা সমাপন।

নবমী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২৫ চৈত্র, শনিবার।

খ্রিস্টাব্দ– ৯ এপ্রিল, শনিবার।

সময়– ১০টা ৩৮ মিনিট ৩০ সেকেন্ড।

নবমী তিথি শেষ–

বঙ্গাব্দ– ২৬ চৈত্র, রবিবার।

খ্রিস্টাব্দ– ১০ এপ্রিল, রবিবার।

সময়– রাত্রি ১২টা ১৯ মিনিট ৪৪ সেকেন্ড।

দশমী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২৬ চৈত্র, রবিবার।

খ্রিস্টাব্দ– ১০ এপ্রিল, রবিবার।

সময়– রাত্রি ১২টা ১৯ মিনিট ৪৫ সেকেন্ড।

দশমী তিথি শেষ–

বঙ্গাব্দ– ২৭ চৈত্র, সোমবার।

খ্রিস্টাব্দ– ১১ এপ্রিল, সোমবার।

সময়– রাত্রি ১টা ৩৭ মিনিট ১২ সেকেন্ড।

৬টা ৫৭ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে পুনরায় ৮টা ৩১ মিনিট থেকে পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement