ধনতেরসে কোন টোটকা করবেন? প্রতীকী ছবি।
২২ অক্টোবর ২০২২, শনিবার ধনতেরস। ধনতেরস মানেই লক্ষ্মী দেবীর পুজো করা এবং তার পর যা মনে আসে, তা হল কেনাকাটা। মনে করা হয় ধনতেরসের দিন বাড়িতে পুজো করা এবং কেনাকাটার মাধ্যমে মাতা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করা হয়। আর যদি লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকেন, তা হলে সংসার সব দিক থেকে মঙ্গলময় হতে খুব বেশি সময় লাগে না। জ্যোতিষশাস্ত্র মতে ধনতেরসের দিন কিছু উপায় রয়েছে, যা করতে পারলে সুখ-সমৃদ্ধি বাড়বে দ্বিগুণ। এ দিন কিছু কাজ রয়েছে, যা বাড়িতে করতে নেই, দেখে নেব সেগুলি কি কি।
টোটকা-
১) সর্ব প্রথম ধনতেরসের দিন সকালে বাড়িতে যত প্রকার আবর্জনা বা ভাঙাচোরা জিনিস রয়েছে, তা বাইরে ফেলে দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করতে হবে। তার পর বাড়ির সদর দরজার সামনে নানা রং দিয়ে একটা রঙ্গোলি করতে হবে।
২) এ দিন ছেঁড়া পার্স বাদ দিয়ে নতুন পার্স কিনতে হয় এবং সেই পার্সের মধ্যে একটি লাল কাগজে কয়েকটি জিনিসের নাম লিখে সেই কাগজটি রেখে দিতে হবে। কোন কোন জিনিসের নাম লিখতে হবে? শ্রীযন্ত্রম, কাঁচা হলুদ, লক্ষ্মীযন্ত্রম, শঙ্খ, কড়ি। তার পর পার্সটা পুজো করানোর পর ব্যবহার করতে হবে।
৩) জ্যোতিষশাস্ত্রে এ দিন নতুন ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয়। তবে অবশ্যই মনে রাখতে হবে, পুরনো ঝাঁটা যেন বাইরে ফেলে না দেওয়া হয়।
৪) এ দিন পুরনো ঝাঁটা দিয়ে করুন একটি টোটকা। পুরনো ঝাঁটায় কালো রঙের সুতো বেঁধে বাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখুন, যাতে কোনও বাইরের লোকের চোখ না পরে।
৫) এ দিন লোহার বা কাচের কোনও জিনিস কেনা খুবই অশুভ বলে মানা হয়।