—প্রতীকী ছবি।
“যখন করেন হরি বস্ত্রহরণ,
গোপীদের কাছে তিনি করিলেন পণ।
আগামী পূর্ণিমা কালে তাহাদের সনে ,
করিবেন রাসলীলা পুণ্য বৃন্দাবনে।’’
গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমাবেত হয়েছিলেন কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে। শ্রীকৃষ্ণের অনেক অনুরোধেও গোপিনীরা সংসারে ফিরে যেতে অস্বীকার করেন। শ্রীকৃষ্ণ তাঁদের কথা ভাবেন ধরে নিয়ে গোপিনীদের মন অহংবোধে পূর্ণ হলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন। গোপিনীদের ভুল ভাঙে, অহং চূর্ণ হয়। গোপিনীরা ভক্তিভরে শ্রীকৃষ্ণের স্তব করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে এসে তাঁদের জীবনের পরমার্থ বোঝান এবং প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্তিদান করেন।
আগামী ২৭ নভেম্বর, ১০ অগ্রহায়ণ সোমবার শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে –
পূর্ণিমা তিথি আরম্ভ –
বাংলার – ৯ অগ্রহায়ণ, রবিবার।
ইং – ২৬ নভেম্বর, রবিবার।
সময় – দিবা ঘ ৩ টে ৫৫ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ –
বাংলার – ১০ অগ্রাহয়ণ, সোমবার।
ইং – ২৭ নভেম্বর, সোমবার।
সময় – দিবা ঘ ২ টো ৪৬ মিনিট।
পূর্ণিমার ব্রতপবাস , গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা শ্রী শ্রী তুলসী দেব্যাবির্ভাব , রাহু গ্রহ আবির্ভাব। ,
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে –
পূর্ণিমা তিথি আরম্ভ –
বাংলার – ৯ অগ্রহায়ণ, রবিবার।
ইং – ২৬ নভেম্বর, রবিবার।
সময় – দিবা ঘ ৩ টে ১৩ মিনিট ১৯ সেকেন্ড।
স্মার্তমতে রাত্রৌ শ্রী শ্রী কৃষ্ণস্য রাসযাত্রা। গোস্বামী মতে অখণ্ডমণ্ডল ও রাকাপূর্ণিমানুরধে পরাহে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা।
পূর্ণিমা তিথি শেষ –
বাংলার – ১০ অগ্রাহয়ণ, সোমবার।
ইং – ২৭ নভেম্বর, সোমবার।
সময় – ঘ ২ টো ১৫ মিনিট ৫৭ সেকেন্ড।