বিবাহ বিচ্ছেদের কারক গ্রহগুলি হল রবি ও বুধ। বিচ্ছেদের জন্য দায়ী প্রধাণত রাহু, শনি, কেতু ও মঙ্গল। এই গ্রহগুলি যে ভাবে বা ঘরে দৃষ্টি দেয়, সেই ভাবগুলির বিচ্ছেদ ঘটায়। এই গ্রহ গুলি যদি সপ্তম পতি এবং দ্বিতীয় পতি, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, একাদশ এবং দ্বাদশ পতির গ্রহের নক্ষত্রে থাকে তবে সুখহীনতা, রোগ ও বিচ্ছেদ হওয়া সম্ভব।
জাতক-জাতিকার বিবাহ বিচ্ছেদ কখন হয় দেখে নেওয়া যাক -
১। দ্বিতীয়, সপ্তম ও একাদশ-ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব পতির যোগ থাকলে আত্মীয়দের সঙ্গে বিবাদ হয়। যা আবার ডিভোর্সেরও কারণ।
২। দ্বিতীয়, সপ্তম ও একাদশ ভাবের সম্পর্ক তৈরি হলে পণ ও পারিবারিক কারণে অশান্তি আসে।
৩। দ্বিতীয়, সপ্তম ও একাদশ ভাবের সম্পর্ক আর্থিক কারণে অশান্তি ও ডিভোর্সের দিকে নির্দেশ করে।
৪। দ্বিতীয়, সপ্তম বা অষ্টমে রবি ও মঙ্গল একত্রে অবস্থান করলে বিচ্ছেদ অবশ্যম্ভাবী।
৫। সপ্তম ভাবে দ্বাদশ পতি, শনি, মঙ্গল বা রাহু অবস্থিত হলে এবং দ্বাদশ স্থানে সপ্তম ভাব পতি থাকলে বিচ্ছেদ হয়।
৬। লগ্ন ভাবে শনি ও রাহুর একত্রে অবস্থান এবং সপ্তম ভাবে কেতুর অবস্থিতি বিচ্ছেদের সম্ভাবনা বাড়ায়।
৭। অষ্টম ভাবে মঙ্গল অবস্থিত হলে ওই স্থানে রাহু বা শনিগ্রহ দৃষ্টি দান করলে সেপারেশন হয়।
৮। দ্বিতীয় ভাবে সপ্তম ভাব পতি ও রাহু বা কেতুর অবস্থানও বিচ্ছেদ ঘটাতে পারে।
৯। সপ্তম স্থানে রবি, শনি, রাহু বা কেতু অবস্থিত হলে এবং ত্রিকোণ স্থানে সপ্তম ভাব পতি বা দ্বাদশ ভাব পতি অবস্থান করলে বিচ্ছেদ অনিবার্য।
১০। সপ্তম স্থানে ক্ষীণচন্দ্র, শনি, রাহু একত্রে অবস্থান করে শুভ গ্রহের দৃষ্টি না পেলে সেপারেশন হয়।
১১। ষষ্ঠ ভাব পতির সম্বন্ধ যদি সপ্তম ভাব, সপ্তম ভাব পতি ও শুক্রের ওপর থাকে তাহলে বিচ্ছেদের সম্ভাবনা দেখা যায়।
১২। দ্বিতীয় ও সপ্তম ভাব পতি ও শুক্র নীচস্থ হয়ে পাপগ্রহ দ্বারা পীড়িত হলে সেপারেশন হয়।
১৩। সপ্তম ভাব পতি ও দ্বিতীয় ভাব পতি যদি তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, একাদশে বা দ্বাদশ ভাব পতির গ্রহের নক্ষত্রে অবস্থিত হয় তাহলে বিচ্ছেদ হয়।
১৪। সপ্তম স্থানে যদি রবি অবস্থান করে ও শনি নীচস্থ গ্রহ হয় অথবা শনি, রাহুর দ্বারা দৃষ্ট হয় বা রাহুর সঙ্গে যুক্ত হয় এবং বৃহস্পতির দৃষ্টি না থাকে তাহলে ডিভোর্সের সম্ভাবনা দেখা যায়।