বক্রী গ্রহ কি সত্যিই আতঙ্কের কারণ?

বক্রী কথার আক্ষরিক অর্থ বাঁকা। অবশ্য গ্রহ বাঁকা চলার কথা বলা হয় না। বক্রী শব্দে বোঝানো হয় উল্টো ঘোরা। সত্যি কি গ্রহ উল্টো ঘোরে?

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১০ জুন ২০২০ ০০:০৫
Share:

বক্রী গ্রহ। কথাটার সঙ্গে আতঙ্ক এবং ভয় জড়িয়ে আছে। আর এই আতঙ্কের কারণ সঠিক তথ্য না জানা।

Advertisement

বক্রী কথার আক্ষরিক অর্থ বাঁকা। অবশ্য গ্রহ বাঁকা চলার কথা বলা হয় না। বক্রী শব্দে বোঝানো হয় উল্টো ঘোরা। সত্যি কি গ্রহ উল্টো ঘোরে?

প্রাচীন কাল থেকে সূর্য কেন্দ্রিক গ্রহদের গতি নিরীক্ষিত হয় পৃথিবী থেকেই। এই পর্যবেক্ষণ ভূকেন্দ্রিক। অভ্যন্তরিণ গ্রহ বুধ, শুক্র এবং বহির্ভাগের গ্রহ মঙ্গল, বৃহস্পতি, শনি সূর্যের চতুর্দিকে নিজ কক্ষপথে অবিরাম ভিন্ন গতিতে ঘুরে চলেছে। গ্রহদের গতি আলাদা হওয়া এবং পৃথিবী থেকে দেখার কারণে একটা নির্দিষ্ট অবস্থানে স্থির নক্ষত্রদের স্বাপেক্ষে গ্রহটিকে কিছু সময় স্থির (গতিহীন) মনে হয়। পরবর্তী সময় উল্টো ঘুরছে মনে হয়। এই সময়ে গ্রহের গতিকে বক্রগতি বা বক্রী বলা হয়। আবার নির্দিষ্ট অবস্থান থেকে সরে গেলে সম্মুখাভিমুখ গতি বলা হয়। আসলে কোনও গ্রহ কখনও উল্টো ঘোরে না।

Advertisement

জ্যোতিষ শাস্ত্রে সূর্য এবং চন্দ্র সর্বদা সম্মুখাভিমুখ গতিতে চলে। অর্থাৎ কখনও বক্র গতি প্রাপ্ত হয় না। রাহু এবং কেতুর সর্বদা বক্রগতি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি গ্রহের উভয় গতিই দেখা যায়।

আরও পড়ুন: জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকলে চরম বিপদ! সহজ কিছু প্রতিকার

বক্রী গ্রহের ফল সম্বন্ধে প্রাচীন বিভিন্ন গ্রন্থে বিভিন্ন মতামত রয়েছে। বৈদিক জ্যোতিষ শাস্ত্রের বিখ্যাত গ্রন্থ উত্তরা কালামৃত অনুসারে—

জন্মকুণ্ডলিতে নিম্ন স্থানের কোনও রাশিতে বক্রী গ্রহের অবস্থান উচ্চ রাশির মতোই ফলদায়ক। জন্মকুণ্ডলিতে উচ্চ স্থানের কোনও রাশিতে বক্রী গ্রহের অবস্থান নিম্ন স্থানের মতো ফলদায়ক। উদাহরণ হিসেবে, বৃশ্চিক লগ্নের জন্ম পত্রিকায় তৃতীয় ঘরে অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি বক্রী ভাবে অবস্থান করলে (মকর রাশি বৃহস্পতির নীচস্ত ঘর) একাধিক সন্তান লাভের সম্ভাবনা থাকে। অর্থাৎ বৃহস্পতির উচ্চ বা শুভ ফল লাভ হয়। তৃতীয় ঘরের পরিবর্তে নবম ঘরে অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি বক্রী ভাবে অবস্থান করলে (কর্কট রাশি বৃহস্পতির উচ্চ ফলদায়ক) সন্তান লভের সম্ভাবনা ক্ষীণ হয়। অর্থাৎ বৃহস্পতির নিম্ন ফল। সন্তানের উদাহরণ দেওয়ার কারণ বৃহস্পতি বৃশ্চিক রাশির পঞ্চমপতি যা সন্তানের কারক, দ্বিতীয় পতি যা পরিবারের কারক। বক্রী গ্রহের ফল শর্তসাপেক্ষে পরিবর্তনশীল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement