—প্রতীকী ছবি।
আমাদের দৈনন্দিন জীবনে, আমরা আমাদের সংসারের মধ্যে নানা প্রকার ছোটখাটো ভুল করেই থাকে। ঘরে কোথায় কী রাখতে হয় বা কোথায় কী রাখতে নেই, তা আমরা অনেকেই সঠিক ভাবে জানি না। যার ফলে আমাদের জীবনে, আমাদের অজান্তেই নানা প্রকার সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তাই ঘর সাজানোর সময় যেমন সঠিক ভাবে ঘর সাজাতে হবে, ঠিক একই ভাবে আমাদের রান্নাঘর সাজানোর সময়ও আমাদের খেয়াল রাখতে হবে যে, সেটি সাজানোর ক্ষেত্রে যেন আমাদের কোনও রকম ভুল না হয়।
আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে যেন রান্না ঘরের সব জিনিসপত্র সঠিক জায়গায় থাকে। তা না হলে আমাদের জীবনে নানা সমস্যা হতে পারে। বিশেষ করে রান্নাঘরে কিছু জিনিস রয়েছে, যা কখনওই একসঙ্গে রাখতে নেই।
দেখে নেব রান্নাঘরে কোন জিনিস একসঙ্গে রাখতে নেই।
আমরা অনেকেই রান্নাঘরে নুন এবং হলুদের কৌটো একসঙ্গে রেখে থাকি। কিন্তু আমাদের অবশ্যই এটা জেনে রাখা দরকার যে, নুন এবং হলুদের কৌটো কখনওই একসঙ্গে রাখা যাবে না।
রান্নাঘরে নুন এবং হলুদের কৌটো একসঙ্গে রাখলে কী হয়—
১. রান্নাঘরে নুন এবং হলুদের কৌটো একসঙ্গে রাখলে, আর্থিক দিকে কিছুটা হলেও অবনতি হতে দেখা যায়।
২. এ ছাড়া এ রকম করলে সংসারে নানা দিকে নানা ঝঞ্ঝাট সৃষ্টি হয়ে থাকে।
৩. যদি সম্ভব হয়, তা হলে নুনের কৌটোয় পাঁচটা লবঙ্গ রাখুন। এতে নানা সমস্যার সমাধান মিলবে।
৪. যতটা সম্ভব চেষ্টা করতে হবে , রান্নাঘরে জল এবং আগুন যেন খুব কাছাকাছি না থাকে।