Lucky Number for ATM Pin

আপনার এটিএম কার্ডের পিন নম্বরে কোনও অশুভ সংখ্যা নেই তো? কোন নম্বর রাখা শুভ জেনে নিন

জ্যোতিষশাস্ত্র মতে এটিএম কার্ডের পিন নম্বর বেছে নেওয়ার উপরেও নির্ভর করে আপনার ভাগ্য। অর্থাৎ কোন ক্রমিক সংখ্যা আপনাদের জন্য শুভ সেটি জেনে নিয়ে পিন নম্বর দিতে পারলে আপনারই লাভ হবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩০
Share:

—প্রতীকী ছবি।

বর্তমান যুগে এটিএম কার্ড প্রায় প্রত্যেক মানুষের কাছেই থাকে। এটিএম কার্ড থাকার ফলে আমাদের অনেক সুবিধাও হয়। ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়িয়ে আর টাকা তুলতে হয় না। সব এটিএম কার্ডেরই একটা পিন নম্বর থাকে। আমরা নিজেদের পছন্দমতো সেই পিন নম্বর দিয়ে থাকি। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এটিএম কার্ডের পিন নম্বরের সংখ্যা বেছে নেওয়ার উপর নির্ভর করে আপনার ভাগ্য। অর্থাৎ কোন ক্রমিক সংখ্যা আপনাদের জন্য শুভ সেটি জেনে নিয়ে পিন নম্বর দিতে পারলে আপনারই লাভ হবে। এটিএমের পিন নম্বরে যদি শুভ সংখ্যা দেওয়া হয় তা-হলে আপনার খুব ভাল সঞ্চয় হবে। কোন সংখ্যা রাখতে নেই সেটাও জেনে নিন।

Advertisement

পিন নম্বরে কোন সংখ্যা রাখা শুভ?

কয়েকটি সংখ্যা রয়েছে যা প্রত্যেকের জন্যই শুভ। এই সংখ্যাগুলো হল ১, ৩, ৫ এবং ৬। এই চারটি সংখ্যার মধ্যে যে কোনও একটা আপনার এটিএম কার্ডের পিনে রাখতে পারলে খুব ভাল ফল পাবেন। এর ফলে আর্থিক উন্নতি হবে দ্রুত। এ ছাড়া অনেক সময় দেখা যায় যে টাকা আসলেও খরচ হয়ে যাচ্ছে। টাকা কিছুতেই জমিয়ে রাখতে পারছেন না। এই সমস্যা থেকেও রেহাই পেতে পারেন।

Advertisement

এটিএম কার্ডের পিন নম্বরে কোন সংখ্যা রাখতে নেই?

এটিএম কার্ডের পিন নম্বরে ০ এবং ৭ সংখ্যা দু’টি না রাখার চেষ্টা করবেন। পিন নম্বরেই যদি শূন্য থাকে তা-হলে টাকা আর থাকবে কী করে। তাই পিন নম্বরে শূন্য সংখ্যাটি না-রাখার চেষ্টা করবেন। এ ছাড়া সাত সংখ্যাটিও না রাখার চেষ্টা করবেন। এই সংখ্যাটিও পিন নম্বরের জন্য খুব একটা শুভ নয়।

আর একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, পিন নম্বর হিসাবে পরপর চারটি একই নম্বর রাখা যাবে না। অর্থাৎ ১১১১ বা ৩৩৩৩ এই ধরনের পিন নম্বর রাখবেন না। এই ধরনের পিন নম্বর রাখাও শুভ নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement