Sattu Benefits

জিমে যাওয়ার আগে শরীর চাঙ্গা রাখতে ভরসা রাখতে পারেন ‘দেশি প্রোটিন পাউডার’-এর উপর

যাঁরা জিম করেন তাঁরা অনেকেই সকালে প্রোটিন পাউডার দিয়ে প্রাতরাশ সারেন। বাজারজাত প্রোটিন পাউডার নিয়মিত খাওয়া কিন্তু স্বাস্থ্যকর নয়। তার বদলে প্রাতরাশে ‘দেশি প্রোটিন পাউডার’ খেয়েই পেট ভরাতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ১৮:১৭
Share:

শরীর চাঙ্গা রাখতে কোন ‘দেশি প্রোটিন পাউডার’-এ ভরসা রাখবেন? ছবি: সংগৃহীত।

সকালে অফিসে বেরোনোর তাড়াহুড়োয় কেউ না খেয়ে, কেউ আবার ইনস্ট্যান্ট ম্যাগি কিংবা পাস্তা খেয়েই বেরিয়ে পড়েন। শরীরের আনাচকানাচে মেদ জমার জন্য এই অভ্যাস অনেকখানি দায়ী।

Advertisement

অথচ তাড়াহুড়োর মাঝে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে নিলেই কিন্তু হতে পারে মুশকিল আসান। ছাতুতে প্রোটিন, কার্বোহাইড্রেট ভাল মাত্রায় থাকে। উপকারী খনিজও থাকে বেশ ভাল পরিমাণে।

১০০ গ্রাম মাছে যেখানে ১৫ থেকে ২০ গ্রাম প্রোটিন পাওয়া যায়, সেখানে ১০০ গ্রাম ছাতুতে থাকে ২০ থেকে ২৫ গ্রাম প্রোটিন। যাঁরা জিম করেন, তাঁরা অনেকেই সকালে প্রোটিন পাউডার দিয়ে প্রাতরাশ সারেন। বাজারজাত প্রোটিন পাউডার নিয়মিত খাওয়া কিন্তু স্বাস্থ্যকর নয়। তার বদলে প্রাতরাশে ‘দেশি প্রোটিন পাউডার’ ছাতু খেয়েই পেট ভরাতে পারেন। এতে পেটও অনেক ক্ষণ ভরা থাকে, আর সারা দিন শরীর চাঙ্গাও থাকে। গরমে শরীর ঠান্ডা রাখতেও ছাতু উপকারী। কেন রোজের ডায়েটে ছাতু রাখবেন, রইল হদিস।

Advertisement

হজম ভাল হয়: ছাতুতে ফাইবারের মাত্রা বেশি, তাই ছাতু হজমের জন্য খুবই ভাল। কোষ্ঠকাঠিন্য এবং পেটের অন্য নানা সমস্যা থেকে রেহাই পেতে হলে ছাতুতে ভরসা রাখতে পারেন।

ওজন নিয়ন্ত্রণে রাখে: ওজন ঝরানোর চেষ্টায় থাকলে প্রতি দিনের ডায়েটে ছাতু রাখতেই পারেন। ছাতুতে ফাইবার থাকে বলে দীর্ঘ ক্ষণ পেট ভরা থাকে। তাই ভাজাভুজি কিংবা অস্বাস্থ্যকর খাবার থেকে সহজেই দূরে থাকা যায়।

ছাতু হজমের জন্য খুবই ভাল। ছবি: সংগৃহীত।

কোলেস্টেরল কমায়: কোলেস্টেরলের রোগীদের অনেক কিছু খাওয়া মানা। তবে তাঁরাও কিন্তু নিশ্চিন্তে ছাতু খেতে পারেন। ফাইবারের কারণেই ছাতু কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

রক্তে শর্করার মাত্রা কমায়: ছাতুতে ভরপুর মাত্রায় উদ্ভিজ্জ প্রোটিন থাকে। একই সঙ্গে এর গ্লাইসেমিক ইনডেক্সের মান খুব বেশি হয় না। ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতেও ছাতু খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা।

চটজলদি শক্তি যোগায়: অফিসে কাজের মাঝেই হোক কিংবা বাড়িতে, খিদে পেলে শরীর যেন ঝিমিয়ে পড়ে! তখন ভাজাভুজি খাওয়ার প্রবণতা বাড়ে। খিদে পেলে এক গ্লাস ছাতুর শরবত কিংবা ছাতুমাখা খেতে পারেন। চটজলদি শরীর চাঙ্গা হবে, অনেক ক্ষণ পেট ভরাটও থাকবে আর ভুলভাল খাওয়ার ইচ্ছেও কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement