Rare Disease

বেঁচে থাকতে তিন ঘণ্টা অন্তর খেতে হয় বিশেষ পানীয়, বিরল রোগে আক্রান্ত তরুণী

বিরল রোগে আক্রান্ত লেটিসিয়া রামোস নামে ব্রাজিলের এক মডেল। এই রোগে রক্তে শর্করার পরিমাণ দ্রুত কমে যেতে থাকে। তাই তিন ঘণ্টা অন্তর শর্করা জাতীয় খাবার খেতেই হয় লেটিসিয়াকে।

Advertisement

সংবাদ সংস্থা

রিও ডি জেনেইরো শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১৮:১৩
Share:

মডেলের জীবনযুদ্ধ। ছবি: সংগৃহীত

৩ ঘণ্টা অন্তর শর্করা মেশানো বিশেষ পানীয় না খেলে প্রাণ নিয়ে টানাটানি হয়। শুনতে অবাক লাগলেও এমনই বিরল রোগের শিকার ব্রাজিলের এক মডেল। ২৯ বছর বয়সি ওই মডেলের নাম লেটিসিয়া রামোস। পরিজনদের কেউ কেউ ডাকেন ‘শর্করার রানি’ বলে।

Advertisement

লেটিসিয়া জানিয়েছেন, তিনি গ্লাইকোজেনোসিস নামের এক রোগে আক্রান্ত। এতে দেহে গ্লাইকোজেন সঞ্চয়ে সমস্যা তৈরি হয়। এই গ্লাইকোজেন শর্করার একটি বিশেষ রূপ। প্রতি পঁচিশ হাজার মানুষের মধ্যে মাত্র এক জন এই রোগে আক্রান্ত হন। এই রোগে রক্তে শর্করার পরিমাণ দ্রুত কমে যেতে থাকে। তাই তিন ঘণ্টা অন্তর শর্করা জাতীয় খাবার খেতেই হয় লেটিসিয়াকে।

মডেল জানিয়েছেন, সমস্যা সমাধান হিসাবে তিনি বেছে নিয়েছেন ‘কর্ন স্টার্চ’। এই স্টার্চ বা শর্করা জলে মিশিয়ে প্রতি তিন ঘণ্টা অন্তর পান করেন তিনি। লেটিসিয়ার দাবি, এই দ্রবণ না পান করলে হঠাৎ শর্করার পরিমাণ কমে যেতে পারে। দেখা দিতে পারে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা খুব বেড়ে গেলে কোমায় চলে যেতে পারেন বলে আশঙ্কা মডেলের।

Advertisement

কর্ন স্টার্চ। প্রতীকী ছবি

খুব অল্প বয়সে অজ্ঞান হয়ে যেতেন লেটিসিয়া। সমস্যা এত বেড়ে যায় যে, এক সময়ে তিনি হাঁটতেও পারতেন না। চিকিৎসকের কাছে নিয়ে যান বাবা-মা। তখনই ধরা পড়ে রোগ। চিকিৎসকরা জানান তিনি টাইপ ৯সি গ্লাইকোজেনোসিসে ভুগছেন। শুধু কর্ন স্টার্চই নয়, রোজ এক ডজনের বেশি ওষুধও খেতে হয় তাঁকে। তবে সমস্যা থাকলেও জীবন যুদ্ধে হেরে যেতে রাজি নন মডেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement