Viral fever

Viral Fever in Children: কেন হঠাৎ বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে ভাইরাল জ্বরে? কী মনে করছেন চিকিৎসকরা

স্কুলে বাচ্চাদের পক্ষে সামাজিক দূরত্ব মেনে চলা কঠিন। দূরত্ব বিধি না মানার কারণেই কি বাড়ছে এই ভাইরাল জ্বরের প্রকোপ?

Advertisement

সারমিন বেগম

কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২২ ০৬:৫০
Share:

গত কয়েক দিনে ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরাও। ছবি: সংগৃহীত

শুধু প্রাপ্তবয়স্করা নয়, গত কয়েক দিনে ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরাও। প্রাপ্ত বয়স্কদের মতো শিশুদের ক্ষেত্রেও কিছু উপসর্গ দেখা দিচ্ছে। আক্রান্তদের মধ্যে প্রায় ২০ শতাংশের জ্বরের তাপমাত্রা থাকছে ১০৪ ফারেনহাইট মতো। এ ছাড়া পেট খারাপ, সর্দি, কাশি, গলা ব্যথা, ৬-৮ বার মতো পাতলা পায়খানা, বমি বমি ভাব, পেটে ব্যথার মতো কিছু উপসর্গ বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে।

Advertisement

প্রায় দু’বছর পর খুলেছে স্কুল। অনলাইন ক্লাসের বদলে চালু হয়েছে অফলাইন ক্লাস। যদিও গরমের ছুটি পড়ে গিয়েছে। তবু কয়েক দিন আগেও নিয়মিত ঘেমেনেয়ে স্কুলে এসেছে বাচ্চারা। স্কুল বন্ধ থাকায় এত দিন বাড়ির পরিবেশেই অভ্যস্ত হয়ে গিয়েছিল শিশুরা। হঠাৎ করেই গরমের মধ্যে পরিবেশের বদল ঘটায় শরীরেও তার প্রভাব পড়ছে। তা ছাড়া বাড়িতে একে অন্যের সঙ্গে মেলামেশার সুযোগ বিশেষ ছিল না। কিন্তু স্কুলে বাচ্চাদের পক্ষে সামাজিক দূরত্ব মেনে চলা কঠিন। ফলে সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে। তা ছাড়া বাইরে যাওয়া মানেই কোল্ডড্রিংক, চিপ্‌স, আইসক্রিম, রঙিন ঠান্ডা পানীয়ের মতো বিভিন্ন ধরনের খাবার খাওয়ার প্রবণতাও বাড়ছে বাচ্চাদের মধ্যে। ফলে জ্বরের পাশাপাশি বাচ্চাদের মধ্যে পেট খারাপের সমস্যা বেশি দেখা যাচ্ছে।

বমি বমি ভাব, পেটে ব্যথার মতো কিছু উপসর্গ বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

আবহাওয়ার পরিবর্তনও জ্বরের অন্যতম কারণ। ঘরে এসি, বাইরে রোদ, গরম থেকে ফিরে ফ্রিজের ঠান্ডা জল খাওয়া — সব মিলিয়ে জ্বরের প্রকোপ বাড়ছে শিশুদের মধ্যে।

Advertisement

বি সি রায় হাসপাতালের সুপার সন্দীপ সামন্তের কথায়, ‘‘আমাদের হাসপাতালে ফিভার ক্লিনিক ওয়ার্ড ছিলই। তবে কয়েক দিনে সেখানে রোগীর সংখ্যা কিছুটা হলেও বেড়েছে। অধিকাংশ শিশুই ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে আসছে। তবে পরিস্থিতি এখনও পর্যন্ত ততটাও আশঙ্কাজনক নয়। মূলত আবহাওয়ার কারণেই এমনটা হতে পারে। তবে আমরা বিষয়টিতে নজর রাখছি। হাসপাতালের বহির বিভাগে দেখাতে আসা আক্রান্ত শিশুদের মধ্যে কয়েকজনকে ভর্তি করাতে হচ্ছে।’’

মে়ডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ মিহির সরকারের কথায়, ‘‘জ্বর নিয়ে আমাদের কাছে চিকিৎসা করাতে আসা সকলকে কিন্তু হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ছে না। কিন্তু যাদের মধ্যে পেটে ব্যথা, বমি বা পাতলা পায়খানার মতো সমস্যা বেশি দেখা যাচ্ছে সেই শিশুদেরই ভর্তি নিতে হচ্ছে। তবে আমি বলব উপসর্গ যাই হোক না কেন এখনও এটা নিয়ে দুঃশ্চিন্তা করার মতো কিছু হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement