BT brinjal

Brinjal Health effects: এই শীতে বিভিন্ন পদে বেগুন খাচ্ছেন? কী হচ্ছে এর ফলে

বেগুন যেমন শরীরের খেয়াল রাখে, তেমনি অতিরিক্ত বেগুন খেলে শরীরে নানা সমস্যাও দেখা দিতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৯:৪৩
Share:

অতিরিক্ত বেগুন খেলে শরীরে নানা সমস্যাও দেখা দেয়।  ছবি: সংগৃহীত

বঙ্গে জাঁকিয়ে শীত পড়তেই খাদ্যরসিক বাঙালি মজেছে বেগুনে। বেগুন পোড়া হোক বা ভাজা, বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল হোক কিংবা বেগুন বাহার— বেগুন পেলে বাঙালির আর কিছু চাই না। তবে বেগুন যেমন শরীরের খেয়াল রাখে, তেমনই অতিরিক্ত বেগুন খেলে শরীরে নানা সমস্যাও দেখা দেয়।

Advertisement


বেগুন শরীরের যত্ন নেয় কী ভাবে?

ভিটামিন এ সমৃদ্ধ বেগুন চোখের জন্য খুবই উপকারী। চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে এবং দৃষ্টিশক্তির প্রখরতা বাড়ায়।

Advertisement

২) বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং কে। শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্ত চলাচল সচল রাখে।

৩) বেগুনে আছে ডায়েটারি ফাইবার। যা খাবার হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে।

৪) যাঁদের কোলেস্টেরল আছে তাঁদের জন্য বেগুন উপকারী। কারণ বেগুনে ক্ষতিকারক কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখে।

ছবি: সংগৃহীত

বেগুনের ফলে কী কী প্রভাব পড়তে শরীরে?


১) যাঁরা অ্যালার্জির সমস্যায় ভোগেন তাঁদের জন্য বেগুন হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। শরীরের অ্যালির্জিগত সংক্রমণ বাড়িয়ে তোলে বেগুন।

২) বেগুনে আছে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম আমাদের শরীরের জন্য উপকারী। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পটাশিয়ামের প্রায় ২৯ শতাংশ পাওয়া যায় ৪৫৮ গ্রাম বেগুনে। তবে অত্যধিক হারে বেগুন খেলে বমি বমি ভাব বা বমির সমস্যা দেখা দিতে পারে।

৩) বেগুনে আছে প্রচুর পরিমাণে অক্সালেট। শরীরে অতিমাত্রায় অক্সালেট প্রবেশ করার ফলে পিত্তাশয়ে পাথর হওয়ার আশঙ্কা থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement