Health

Blood Test: রক্ত পরীক্ষা করাতে যাওয়ার আগে কী করবেন, কী করবেন না

নিয়মিত রক্ত পরীক্ষা সামগ্রিক সুস্থতার উপর নজর রাখার অন্যতম উপায়। যে কোনওরক্ত পরীক্ষার আগে কয়েকটি কথা মাথায় রাখা জরুরি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৪:০৭
Share:

রক্ত পরীক্ষা করতে যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। ছবি: সংগৃহীত

শরীরের অভ্যন্তরে তৈরি হওয়া নানা সমস্যা ঠিক ভাবে নির্ণয় করতে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা করাতে দেন। রক্ত, মূত্র এবং পরীক্ষা স্বাস্থ্যের অবস্থা প্রকাশ করতে সাহায্য করে। নিয়মিত রক্ত পরীক্ষা সামগ্রিক সুস্থতার উপর নজর রাখার অন্যতম উপায়। রক্ত পরীক্ষা করতে যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

Advertisement

১) পরীক্ষা করতে যাওয়ার আগে চিকিৎসকের কাছ থেকে জেনে নিন কী খাবেন বা কোন খাবারগুলি খাবেন না। কিছু কিছু পরীক্ষার আগে যেমন খালি পেটে থাকার নির্দেশ দেন চিকিৎসকরা।

২) পরীক্ষা করানোর দু’দিন আগে থেকে বাইরের ভাজাভুজি, তেল-মশলা, চর্বিযুক্ত খাবার এবং অ্যালকোহল একেবারে এড়িয়ে চলুন।

Advertisement

রোগ নির্ণয়ের আগে ধূমপান করা থেকে বিরত থাকুন। ছবি: সংগৃহীত

৩) রোগ নির্ণয়ের আগে ধূমপান করা থেকে বিরত থাকুন।

৪) চিকিৎসক পরীক্ষা করানোর কোনও নির্দিষ্ট সময় বেধে না দিলে সকাল ১০টার মধ্যে পরীক্ষা করিয়ে নেওয়া ভাল। কারণ সকালের দিকে শরীরে হরমোন ও এনজাইমের ভারসাম্য ঠিক থাকে।

৫) অন্য কোনও অসুস্থতার জন্য যদি কোনও ওষুধ খান, তাহলে রক্ত পরীক্ষা করাতে যাওয়ার আগে চিকিৎসককে সে বিষয়ে জানান।

৬) ওষুধ ছাড়া অন্য কোনও ভিটামিন সাপ্লিমেন্ট খেলেও তা পরীক্ষা করাতে যাওয়ার আগে চিকিৎসককে জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement