প্রসবের ১০ সেকেন্ড পর শিশু তার প্রথম শ্বাস নেয়। ছবি: সংগৃহীত।
যদিও সব শিশুই অনন্য, তবে কিছু প্রয়োজনীয় তথ্য রয়েছে, যা শিশুর বিকাশ এবং আচরণ সম্পর্কে মূল্যবান দিকনির্দেশ করতে পারে।
রইল এমন আটটি প্রয়োজনীয় তথ্য, যা সকল হবু বাবা-মায়ের জানা উচিত:
১) প্রসবের ১০ সেকেন্ড পর শিশু তার প্রথম শ্বাস নেয়।
২) গর্ভে থাকাকালীনও কাঁদতে পারে শিশু।
৩) গর্ভাবস্থায় ছ’মাস চলাকালীন শিশু প্রথম চোখ খোলে।
বয়স বাড়লে স্বাভাবিক প্রসব হওয়ার সম্ভাবনা কমে যায়। ছবি: সংগৃহীত
৪) ২৫ বছর বয়সে গর্ভবতী হওয়ার সম্ভাবনা প্রায় ২০%, কিন্তু ৩৫ ছুঁলে সেই সুযোগটি প্রায় ১২%-এ নেমে আসে।
৫) বয়সের সঙ্গে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ, বয়স বাড়লে নানা হরমোনজনিত পরিবর্তনের জন্য একসঙ্গে একাধিক ডিম্বাণু নিঃসরণ হতে পারে।
৬) বয়স বাড়লে স্বাভাবিক প্রসব হওয়ার সম্ভাবনা কমে যায়।
৭) অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মা মানসিক চাপে থাকলে সন্তানের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় এবং ভবিষ্যতে সমস্যা হতে পারে।
৮) বাচ্চার হাড় মজবুত করতে রোদে কিছু ক্ষণ সময় কাটানো উচিত। সরাসরি রোদে না থাকাই ভাল। তবে, রোদ সম্পূর্ণ এড়িয়ে গেলে সন্তানের শরীরে ভিটামিন ডি-র অভাব হতে পারে।