Child Massage Therapy Benefits

গায়ে র‌্যাশ উঠছে বলে সদ্যোজাতকের রোজ তেল মালিশ করছেন না? ভুল হচ্ছে না তো?

একটা সময় ছিল যখন শিশুদের তেল মালিশের জন্য সর্ষের তেলই ব্যবহার করা হত। তবে এখন অবশ্য নতুন মায়েরা মালিশের জন্য অলিভ অয়েলের দিকেই বেশি ঝুঁকছেন। কেন এতটা জরুরি রোজ তেল মালিশ করানো?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৬:০৮
Share:

শিশুর তেল মালিশ করানো কেন এত জরুরি? ছবি: শাটারস্টক।

ছোট্ট শিশুদের তেল মালিশ করার রেওয়াজ বহু যুগ ধরেই চলে আসছে। স্নানের ঠিক আগে শিশুদের রোদে শুইয়ে মাথা থেকে পা পর্যন্ত যত্ন নিয়ে তেল মালিশ করেন মা-ঠাকুমারা। একটা সময় ছিল যখন শিশুদের তেল মালিশের জন্য সর্ষের তেলই ব্যবহার করা হত। তবে এখন অবশ্য নতুন মায়েরা মালিশের জন্য অলিভ অয়েলের দিকেই বেশি ঝুঁকছেন।

Advertisement

চিকিৎসকদের মতে, সর্ষের তেলের বদলে শিশুর তেল মালিশের জন্য সবচেয়ে ভাল বিকল্প হতে পারে নারকেল তেল। অনেকেই শিশুর মালিশ করার জন্য অলিভ অয়েল ব্যবহার করেন। তবে অলিভ অয়েলে থাকা অ্যালোয়িক অ্যাসিডও কোনও কোনও শিশুর শরীরে অ্যালার্জি কিংবা র‌্যাশের কারণ হতে পারে। চিকিৎসকদের মতে শিশুর জন্মের পরের দিন থেকেই তার তেল মালিশ ও স্পঞ্জিং শুরু করে দেওয়া যায়। স্নানের আগে তেল মালিশ করে পরে ময়শ্চারাইজ়ার ব্যবহার করতে হবে।

কেন শিশুদের রোজ তেল মালিশ করানো জরুরি?

Advertisement

১. শুষ্ক ত্বকের সমস্যা দূর হয়।

২. খিদে বাড়ে।

৩. ঘ্যানঘ্যান করার প্রবণতা কমে।

৪. সার্বিক বৃদ্ধি ভাল হয়।

৫. বাবা কিংবা মা তেল মালিশ করলে তাঁদের স্পর্শ অনুভব করে শিশু। শিশুর বৃদ্ধির জন্য এই ‘টাচ্ থেরাপি’র গুরুত্ব অনেক।

৬. রক্ত সঞ্চালন ভাল হয়।

৭. বিভিন্ন গবেষণায় দেখ গিয়েছে ছোট থেকে শিশুর শরীরে তেল মালিশ করলে ভবিষ্যতে তাদের একজ়িমার মতো রোগের ঝুঁকি কমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement