প্রতীকী ছবি।
চোখ হল খুবই স্পর্শকাতর অঙ্গ। সব সময় বেশি যত্নে রাখা প্রয়োজন। কারণ, যে কোনও সংক্রমণ সবার আগে চোখেই হওয়ার আশঙ্কা থাকে।
বর্ষাকালে নানা ধরনের সংক্রমণ ছড়ানোর প্রবণতা বাড়ে। কনজাংটিভাইটিস হয় নানা জনের। তা ছাড়াও কর্নিয়াল আলসার এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি এ সময়ে বাড়ে। ফলে এই সময়ে চোখের বিশেষ ভাবে যত্ন নেওয়া দরকার।
কী ভাবে এ সময়ে চোখের যত্ন নেবেন?
১) বর্ষাকালে রোদের তেজ অনেক সময়েই কম থাকে। কিন্তু তার মানে এই নয় যে, রোদচশমা পরা ছেড়ে দেবেন। ধুলোয় নানা ধরনের জীবাণু ঘোরে। তা এসে লাগতে পারে চোখে। ফলে দিনের বেলা পথে বেরোলে রোদচশমা ব্যবহার করা জরুরি।
বর্ষাকালে নানা ধরনের সংক্রমণ ছড়ানোর প্রবণতা বাড়ে।
২) রাস্তায় যে কোনও জায়গায় জল দিয়ে চোখ-মুখ ধোবেন না। চোখে জল দিতে হলে আগে হাত পরিষ্কার করে নিন। এবং চোখে দেওয়ার জন্য পরিষ্কার জল ব্যবহার করুন।
৩) চোখের যে কোনও ধরনের রোগ সংক্রামক। ফলে এ সময়ে কারও সঙ্গে তোয়ালে বা রুমাল ভাগ করে ব্যবহার করবেন না। বাড়িতেও সকলে আলাদা তোয়ালে ব্যবহার করুন।