গরমে পেটের যত্ন নেওয়া জরুরি। ছবি: সংগৃহীত।
গরমে পেটের সমস্যা লেগেই থাকে। নিয়মের এ দিক থেকে ও দিক হলেই শুরু হয় গোলমাল। তা ছাড়া এই মরসুমে শরীরের জলের পরিমাণ কমে যায়। জলের ঘাটতি এই ধরনের সমস্যার সৃষ্টি করে। তাই গরমে পেটের যত্ন নেওয়া জরুরি। কোন পানীয়গুলি খেয়াল রাখে পেটের স্বাস্থ্যের?
মৌরি ভেজানো জল
পেট ঠান্ডা রাখা থাকে গ্যাস-অম্বলের সমস্যা কমানো— মৌরির জল খুবই উপকারী। পেটের সমস্যা কমাতে রোজ সকালে খেতে পারেন মৌরি ভেজানো জল। মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে দেয় না।
পুদিনার জল
পেটের খেয়াল রাখতে পুদিনার বিকল্প নেই। ওজন কমাতেও পুদিনাপাতা দারুণ উপকারী। গরমে শরীর ঠান্ডা করতে আরও বেশি করে এই পুদিনাপাতা ভেজানো জল খেতে পারেন। উপকার পাবেন।
কিশমিশ ভেজানো জল
কিশমিশের মতো স্বাস্থ্যকর এবং সুস্বাদু জিনিস কমই আছে। গরমে সুস্থ থাকতে রোজ কিশমিশ ভেজানো জল খেতে পারেন। খুব ভাল হয় যদি খালি পেটে খান। ৭-৮ টা কিশমিশ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে জলটি খেয়ে নিন। সুফল মিলবে।