Teeth

Tooth Whitening: দাঁতের দাগে মুখ খোলাই দায়? রয়েছে সে দাগ তোলার ঘরোয়া উপায়

দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝাই দস্তুর। অযত্নের ফলে হলুদ ছোপ থেকে কালো দাগ, সবই লজ্জার কারণ হয়ে উঠতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৩:৩৮
Share:

দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝাই দস্তুর। ছবি: সংগৃহীত

সুন্দর হাসির রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে ঝকঝকে সাদা দাঁতে। তবুও দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝাই যেন দস্তুর। অযত্নের ফলে হলুদ ছোপ থেকে কালো দাগ, সবই লজ্জার কারণ হয়ে উঠতে পারে। দাঁতের এই ধরনের দাগের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রইল কয়েকটি ঘরোয়া টোটকা।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

পেয়ারা পাতা ও নিম

ভারতে নিমের দাঁতনের প্রচলন শতকের পর শতক ধরে। আর সেটা যে বিনা কারণে নয় তা বলাই বাহুল্য। দাঁতের কালো দাগ তুলতে নিমের দাঁতনের সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে পেয়ারা পাতার রস, দাঁতের দাগ দূর হবে ম্যাজিকের মতো।

Advertisement

কমলালেবুর খোসা

এমন অদ্ভুত টোটকার কথা জানেন না অনেকেই। তাই কমলার খোসার ঠাঁই হয় আস্তাকুঁড়ে। কিন্তু দাঁত সাদা করতে মোক্ষম কাজ করতে পারে কমলালেবুর খোসার রস।

পাতিলেবুর রস

পাতিলেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। পাতিলেবুর রস আর লবণ একসঙ্গে মিশিয়ে দাঁত মাজলে সহজেই সাদা হয় দাঁত। দাঁত ঘষতে ব্যবহার করতে পারেন পাতিলেবুর খোসাও। এতে দাঁতের হলদে ভাব দূর হয়।

মাশরুম

মাশরুমে থাকে প্রচুর পরিমাণ পলিস্যকারাইড, যা মুখের জীবাণুকে ধ্বংস করে। ফলে দাঁতে ময়লার আস্তরণ জমে না।

গ্রিন টি

গ্রিন টি-তে থাকে প্রচুর পরিমাণ ফ্লুরাইড। দাঁতের হলদে দাগ দূর করতে এর জুড়ি মেলা ভার।

বেকিং পাউডার

সকালে ও রাতে দাঁত মজার সময়ে ব্রাশের সঙ্গে কিছুটা বেকিং পাউডার যোগ করে নিতে পারেন। এতে ঝকঝকে হয় দাঁত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement