Yoga and Asanas

প্রতিদিন কোন তিন আসনে দেহ ও মনের শুদ্ধি হবে?

নানা রকম ব্যায়ামের মধ্যে প্রতিদিন তো সবগুলি অভ্যাস করা সম্ভব হয় না। ধরে ধরে সব ব্যায়াম করার মতো ধৈর্যও থাকে না। কিন্তু শরীর এবং মন একসঙ্গে ভাল রাখতে গেলে কোন ৩ ব্যায়াম কার্যকর জানেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ২১:০০
Share:

শরীরচর্চা করলে তার প্রভাব পড়ে শরীর এবং মনের উপর। ছবি- সংগৃহীত

শরীরচর্চা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন প্রতিদিন যোগাসন অভ্যাস করা ভাল। কেউ বলেন, প্রতিদিন না হলেও সপ্তাহে তিন দিন যোগাভ্যাস করা আবশ্যক। তবে শরীরচর্চা করলে যে তার প্রভাব শরীর এবং মনের উপর পড়ে, তা নিয়ে কোনও দ্বিমত নেই। তবে শরীরচর্চার যে পদ্ধতিই অবলম্বন করুন না কেন, তার মাধ্যমে মনের সঙ্গে যোগাযোগ ঘটাতে না পারলে তার কোনও অর্থ থাকে না।

Advertisement

প্রশিক্ষকদের মতে, প্রতিটি যোগাসন অভ্যাস করতে পারলে তো তার চেয়ে ভাল কিছু হতে পারে না। তবে সময়ের অভাব থাকলে, প্রতিদিন ৩ ব্যায়ামেই বাজিমাত করা যাবে।

১) সূর্য প্রণাম

Advertisement

অনেকেই হয়তো জানেন না, দেহের ১২টি ভঙ্গি পর্যায়ক্রমে যুক্ত করে এই আসন সম্পূর্ণ হয়। তবে এই আসন করার সময়ে সতর্ক থাকতে হবে, কারণ একটি ভঙ্গি বাদ গেলে বা ভুল করলে সূর্য প্রণামের কোনও ফলই মিলবে না। পর পর ১২টি ভঙ্গির এই আসন এই পুরো পর্বটি ১০ বার করে করতে পারলেই যথেষ্ট।

দেহের ১২টি ভঙ্গি পর্যায়ক্রমে যুক্ত করে সূর্য প্রণাম সম্পূর্ণ হয়। ছবি- সংগৃহীত

২) চক্রাসন

ব্যায়ামের মধ্যে সবচেয়ে কঠিন ব্যায়াম হল চক্রাসন। যোগাভ্যাসের একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছেন যাঁরা তাঁদের জন্য একটু সমস্যার হতে পারে। তবে অন্যান্য ব্যায়াম করতে করতে দেহের নমনীয়তা এসে গেলে চক্রাসন করা সহজ হবে।

ব্যায়ামের মধ্যে সবচেয়ে কঠিন ব্যায়াম হল চক্রাসন। ছবি- সংগৃহীত

৩) ধনুরাসন

দেহের ভঙ্গি ধনুকের মতো বেঁকিয়ে ফেলাও খুব সহজ নয়। চক্রাসনের মতোই এই ব্যায়াম করতে গেলে দেহের নমনীয়তা থাকা প্রয়োজন। সূর্য প্রণাম অভ্যাস করতে শুরু করলে কয়েক সপ্তাহ পর ধনুরাসন করতে পারবেন।

তবে প্রতিদিন অভ্যাস করতে গেলে প্রথমে দেহের ভঙ্গি ঠিক হচ্ছে কি না, সে দিকে লক্ষ্য রাখতে হবে। দেহের অবস্থান ঠিক হতে শুরু করলে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে দেহের ভঙ্গিকে একই ছন্দে মেলাতে চেষ্টা করুন। কিছু দিন পর বুঝতে পারবেন দেহ এবং মন একই সরলরেখায় মিলিত হতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement