স্রাবের কোন রং রোগের ইঙ্গিত দেয়? ছবি: সংগৃহীত।
যৌনজীবনে সুখ পেতে হলে যোনির খেয়াল রাখতে হবে সবার আগে। সঙ্গমের ইচ্ছা তখনই বাড়বে, শরীর যখন সব দিক থেকে সুস্থ থাকবে। শরীরের আর পাঁচটা অঙ্গের আমরা যতটা যত্ন নিই, যোনির ক্ষেত্রে কি আদৌ তা নেওয়া হয়? বয়সের সঙ্গে মহিলাদের যোনিতেও বদল আসে। কোনও সংক্রমণের ফলে, সন্তানের জন্মের পরে এবং ঋতুবন্ধের প্রাক্কালেও যোনিতে বদল আসে। যোনিতে ব্যথা, চুলকানি, জ্বালাভাব মিলনের সময়ে অসন্তোষের কারণ হতে পারে। চরম সুখ উপভোগ করার ক্ষেত্রে বাধা আসতে পারে। যোনি সুস্থ আছে কি না, তা জানান দেয় আপনার অন্তর্বাস।
প্রত্যেক মহিলাই তাঁর অন্তর্বাসে কিছু দাগ দেখতে পান। সেই দাগ শ্বেতস্রাবের কারণেও হতে পারে, স্পটিংয়ের কারণে হতে পারে। যোনি থেকে নির্গত তরল পদার্থই শরীরের হাল জানান দেয়।
স্বচ্ছ শ্বেতস্রাব
ঋতুচক্রের আগে এই ধরনের শ্বেতস্রাব মূলত ডিম্বস্ফোটনের ইঙ্গিত দেয়।
দুধসাদা রঙের শ্বেতস্রাব
স্বচ্ছ শ্বেতস্রাবের আগে দুধসাদা রঙের শ্বেতস্রাবের ক্ষরণ হয় কখনও কখনও। এই ধরনের তরল যোনির টিস্যুকে সুস্থ রাখে। এমনকি, মিলনেও সাহায্য করে। এই প্রকার তরলের যত ক্ষণ কোনও গন্ধ না থাকে, তত ক্ষণ চিন্তার কোনও কারণ নেই।
হলদেটে কিংবা সবুজ স্রাব
শ্বেতস্রাবের রং গাঢ় হলুদ কিংবা সবুজাভ হলে সতর্ক হন। এই ধরনের তরল ক্ষরণ শরীরে যৌনরোগ বাসা বাঁধার ইঙ্গিত হতে পারে। এমন শ্বেতস্রাবের সঙ্গে তীব্র গন্ধ, প্রস্রাবের সময় যন্ত্রণা ও যোনিতে চুলকানির মতো সমস্যা হলে সাবধান। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
ঋতুচক্রের আগে শ্বেতস্রাব মূলত ডিম্বস্ফোটনের ইঙ্গিত দেত। ছবি: সংগৃহীত।
গোলাপি স্রাব
ঋতুস্রাবের আগে অনেকের হালকা গোলাপি রঙের স্পটিং হয়। অনেক সময় জরায়ুতে কোনও সংক্রমণ হলে তা থেকেও শরীরের ভিতর রক্তক্ষরণ হয়। তখনও গোলাপি স্রাবের ক্ষরণ হতে পারে।
ধূসর স্রাব
শরীরে কোনও ব্যাক্টেরিয়ার সংক্রমণ হলে এই ধরনের স্রাবের ক্ষরণ হতে পারে।