Health

Home Remedies for Pain: হেঁশেলের ৩ উপাদান: ব্যথা কমাবে কম সময়ে

হাঁটু বা পেশি সংক্রান্ত কোনও ব্যথা কমাতে ‘পেনকিলার’-এর বদলে ভরসা রাখুন হেঁশেলের কয়েকটি উপাদানে। রইল তালিকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ২০:০৩
Share:

ব্যথা উপশমের জন্য হেঁশেলেরই কিছু উপাদানের উপর ভরসা রাখতে পারেন। ছবি: সংগৃহীত

নানা কারণে ব্যথা-বেদনা হলে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই অনেকে ব্যথা নাশক ওষুধে ভরসা রাখেন। কিন্তু মাত্রাতিরিক্ত হারে এই ধরনের ওষুধ ক্রমাগত খেতে থাকলে শরীরে নানা রকমের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তার বদলে উপায় থাকলে ব্যথা উপশমের জন্য হেঁশেলেরই কিছু উপাদানের উপর ভরসা রাখতে পারেন।

Advertisement

হেঁশেলের কোন তিনটি উপাদানে ভরসা রাখবেন?

১) হলুদ: হলুদে কারকিউমা নামক একটি উপাদান থাকে। তা ব্যথা কমাতে সাহায্য করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। বিশেষত হাঁটুর ব্যথা কমাতে হলুদ দারুণ কার্যকর। ব্যথানাশক ছাড়াও হলুদ প্রদাহ কমানোর জন্যে অত্যন্ত কার্যকর।

Advertisement

২) লবঙ্গ: বিভিন্ন রকম ব্যথা-বেদনায় দারুণ কার্যকর লবঙ্গ। রক্ত জমাট বাঁধার সমস্যাতেও লবঙ্গ বেশ উপকারী। হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেও কাজে আসতে পারে লবঙ্গ।

৩) আদা: গবেষণা বলছে, শরীরচর্চা এবং দৌড়ানোর ফলে মাংসপেশির যে ব্যথা হয়, ৫ দিন এক টানা প্রায় ২ গ্রাম করে আদা খেলে সেই ব্যথা কমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement