প্রস্রাব করতে গেলে লঙ্কাবাটার মতো জ্বালা করছে? ছবি: সংগৃহীত।
আবহাওয়ায় ঠান্ডার আমেজ পড়তে শুরু করলেই জল খাওয়ার বিষয়ে অনেকেরই অনীহা দেখা যায়। প্রস্রাব করতে গেলে জ্বালা ভাব, ব্যথা কিংবা পিন ফোটার মতো সমস্যা দেখা যায়। প্রস্রাবের বেগ থাকা সত্ত্বেও প্রস্রাব হয় না। জল কম খেলে প্রস্রাবের রঙেও পরিবর্তন আসে। বার বার জল দিয়ে ধোয়ার পরেও সমস্যা আয়ত্তে আসে না। চিকিৎসকেরা বলেন, এই জল কম খাওয়ার অভ্যাসই কিডনি বা মূত্রসংক্রান্ত যাবতীয় সমস্যার মূলে। ঘাম কম হয় বলে যে জল খাওয়ার প্রয়োজন কমে যায়, এমনটা কিন্তু নয়। মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যা একটু বেশিই দেখা যায়। তবে মূত্রত্যাগ করতে গেলে এই ধরনের সমস্যা কিন্তু শুধু জল কম খাওয়ার কারণে হয় না। এই ধরনের সমস্যা হওয়ার পিছনে আরও অনেকগুলো কারণ রয়েছে।
১) মূত্রনালির সংক্রমণ
মূত্রত্যাগ করতে গিয়ে জ্বালা-পোড়ার অনুভূতি হওয়ার অন্যতম কারণ হল, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণ। ই. কোলাই নামক একটি ব্যাক্টেরিয়ার আক্রমণে এই ধরনের সমস্যা দেখা যায়।
২) ব্যাক্টেরিয়াল ভ্যাজাইনোসিস
যৌনাঙ্গে ভাল এবং খারাপ ব্যাক্টেরিয়ার ভারসাম্য বিঘ্নিত হলে ব্যাক্টেরিয়াল ভ্যাজাইনোসিস নামক রোগের প্রাদুর্ভাব হয়। গোপনাঙ্গে ক্ষতিকর ব্যাক্টেরিয়ার পরিমাণ বেড়ে গেলে প্রস্রাব করতে গেলে জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে।
কিডনিতে সংক্রমণ হলেও একই রকম লক্ষণ দেখা যায়। ছবি: সংগৃহীত।
৩) কিডনির সংক্রমণ
প্রস্রাব করতে গেলে সুচ ফোটার মতো অনুভূতি, ব্যথা হওয়া মানেই তা মূত্রনালি বা গোপনাঙ্গের সমস্যার কারণে হয় না। চিকিৎসকেরা বলছেন, কিডনিতে সংক্রমণ হলেও একই রকম লক্ষণ দেখা যায়। অনেকেরই প্রস্রাবে রক্ত আসতে দেখা যায়।