Sexual Health

শারীরিক সম্পর্কে স্ত্রীর অনীহা? ক্রনিক অসুখে আক্রান্ত নন তো?

শরীরে কোনও ক্রনিক অসুখ বাসা বাঁধলে যৌনমিলনে আগ্রহ হারিয়ে ফেলেন অনেকে। জানুন, মূলত কোন কোন রোগের ক্ষেত্রে এমনটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১০:১৬
Share:

যৌনজীবন সুখকর হলেই বিবাহিত সম্পর্কের সুখ টিকে থাকে। ছবি: শাটারস্টক।

যৌনতা যে আর পাঁচটি জৈবিক প্রক্রিয়ার মতোই স্বাভাবিক, এ কথা মেনে নিতে এখনও অসুবিধা হয় সমাজের একটি বড় অংশের মানুষের। আর তার জন্যই অধরা থেকে যায় যৌনজীবনের একাধিক সমস্যার সমাধান। যৌনজীবন সুখকর হলেই বিবাহিত সম্পর্কের সুখ টিকে থাকে। তবে শরীরে কোনও ক্রনিক অসুখ বাসা বাঁধলে যৌনমিলনে আগ্রহ হারিয়ে ফেলেন অনেকে। জানুন মূলত কোন কোন রোগের ক্ষেত্রে এমনটি ঘটে।

Advertisement

১) চিকিৎসকরা বলছেন, যৌনসম্পর্কে আগ্রহ হারানোর সবচেয়ে বড় কারণ মানসিক চাপ। কাজের ক্ষেত্রে টিকে থাকার লড়াই তো আছেই, তারই সঙ্গে যদি সংসারের টানাপড়েন থাকে, মানসিক চাপ বাড়বেই। আর এর জেরেই যৌন সম্পর্কের ক্ষতি হয়।

২) ডায়াবিটিসে আক্রান্ত হলেও যৌনমিলনে অনীহা আসে। তাই এমনটা হলে রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করে নিতেও ভুলবেন না।

Advertisement

ডায়াবিটিসের কারণেও যৌনজীবনে প্রভাব পড়ে।

৩) অনেক কার্ডিওভাসকুলার রোগ, বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ় রক্তনালিগুলিকে সঙ্কুচিত করে। শরীরে বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না। ফলে মিলনের প্রতি আসক্তি কমে।

৪) ওবিসিটিও কিন্তু যৌনতায় অনীহা তৈরি করে। যদি শরীরে আনাচেকানাচে মেদ জমতে শুরু করে, তাহলে অবিলম্বে ডায়েট ও শরীরচর্চায় মন দিন। না হলে যৌনজীবন ক্ষতিগ্রস্ত হবে বইকি!

৫) কিডনির অসুখ হলে শরীরের হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। এর ফলেও শারীরিক মিলনের প্রতি অনীহা আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement