Sreelekha Mitra

Sreelekha Mitra: জোর করে করেই ফেললাম! মন ভাল রাখতে ‘বিশেষ দাওয়াই’-এর হদিস দিলেন শ্রীলেখা মিত্র

মন খারাপের কারণটা অবশ্য স্পষ্ট করেননি শ্রীলেখা। তবে মন ভাল রাখতে কোন দাওয়াইয়ের উপর ভরসা রাখছেন, তা স্পষ্ট বুঝিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১১:৩২
Share:

শ্রীলেখা মিত্র। ছবি: সংগৃহীত

বেশ কিছু দিন হল মন ভাল নেই অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। নিজের ইনস্টাগ্রামের পোস্টে ভক্তদের সঙ্গে সেই খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কারণটা অবশ্য স্পষ্ট করেননি তিনি। তবে মন ভাল রাখতে কোন দাওয়াইয়ের উপর ভরসা রাখছেন তিনি, তা তাঁর লেখায় স্পষ্ট।

Advertisement

ইনস্টাগ্রামে শরীরচর্চা করার একটি ছবি শেয়ার করে শ্রীলেখা লেখেন,‘ মন ভাল ছিল না ক’দিন। আজ জোর করে করলাম এক্সারসাইজ। ব্যায়াম ওজন কমানোর পাশাপাশি মানসিক চাপ ও বিষণ্ণতা কমাতে সাহায্য করে, আপনিও চেষ্টা করে দেখুন, আমাকে পরে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ আমি জানি, আমার বক্ষভাঁজ দেখা যাচ্ছে, কিছু করার নেই। খুব একটা খারাপ লাগছে না বোধহয়’?

সামগ্রিক সুস্থতার জন্য ক্রমশই বাড়ছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। মানসিক অবসাদ অনিদ্রা ও হরমোনের ভারসাম্যহীনতার কারণ হতে পারে। ডেকে আনতে পারে ডায়াবিটিস ও হৃদ্‌রোগের মতো গুরুতর শারীরিক সমস্যাও। তাই বর্তমানে মানসিক স্বাস্থ্য ভাল রাখতে অনেকেই চেষ্টায় কমতি রাখছেন না। চিকিৎসকরাও বলছেন, সাধারণ শরীরচর্চাও কমিয়ে দিতে পারে মন খারাপের সমস্যা। শ্রীলেখাও সেই পথেই চলছেন। আপনিও চেষ্টা করে দেখতে পারেন।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement