সেলেনা গোমেজ়। ছবি : ইনস্টাগ্রাম।
তারকা হতে পারেন। দিনরাত যত্নেও থাকতে পারেন। কিন্তু, তা বলে কি তাঁদের অসুখ হতে নেই! তাদের চেহারার সামান্য বদল নিয়েও কেন সমালোচনা করা হবে? এই প্রশ্ন তুলেছেন হলিউড অভিনেত্রী এবং আমেরিকার পপ গায়িকা সেলেনা গোমেজ়। তিনি জানিয়েছেন, ওই ধরনের সমালোচনায় তাঁর কাছে দিন দিন অসহ্য হয়ে উঠছে। তিনি বিরক্ত।
সম্প্রতি সেলেনার একটি ছবিতে তাঁর চেহারা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেছিলেন অনুগামীরা। জবাবে ইনস্টাগ্রামে সেলেনা লিখেছেন, ‘‘আমার যে আর কাঠির মতো শরীর নেই, তা নিয়ে আমার কোনও মাথাব্য়থাও নেই। ব্যস। আমি আপনাদের ব্যঙ্গের শিকার নই। আমি একজন সাধারণ মানুষ।’’
আমেরিকান ফ্রেঞ্চ চলচ্চিত্রোৎসবে হাজির হয়েছিলেন ৩২ বছরের পপ তারকা। ছবি : ইনস্টাগ্রাম।
দিন কয়েক আগেই লস অ্যাঞ্জেলেসে আমেরিকান ফ্রেঞ্চ চলচ্চিত্রোৎসবে হাজির হয়েছিলেন ৩২ বছরের পপ তারকা। সেখানে সেলেনা পরেছিলেন একটি কালো রঙের গাউন। কিন্তু ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় সেলেনাকে দেখা যায় হাত দিয়ে পেট ঢেকে রাখতে। তাই নিয়েই সমালোচনা শুরু করেছেন অনেকে। কেউ কেউ এ কথাও বলেছেন যে, সেলেনা মোটা হয়েছেন। ক’দিন ধরেই তা নিয়ে সমালোচিতও হচ্ছিলেন। তাই প্রকাশ্যে আসার পর হাত দিয়ে পেট ঢেকে রেখেছেন তিনি। সেলেনা অবশ্য সমালোচনা শুনে চুপ করে থাকেননি। বরং এক ধাপ এগিয়ে তিনি জানিয়েছেন, কেন তাঁকে মোটা দেখাচ্ছে। একই সঙ্গে সমালোচকদেরও একহাত নিয়ে পপ তারকা লিখেছেন, ‘‘আমি অসুস্থ। আমার ক্ষুদ্রান্ত্রে ব্যাক্টেরিয়া ঘটিত সমস্যা সিবো রয়েছে। যখন তখন পেট ফুলে যায়। তবে আমার কিছু যায় আসে না যে, আমি কাঠির মতো দেখতে নই।’’
সেলেনার ওই মন্তব্যের পর তাঁর প্রতি সহানুভূতি জানিয়েছেন অনুরাগীরা। সেলেনার পাশে দাঁড়িয়ে সমালোচকদের আক্রমণও করেছেন তাঁরা। কিন্তু সেলেনার রোগ সিবো আসলে কী? চিকিৎসকেরা জানাচ্ছেন, অনেক সময় বিপাকতন্ত্রে ব্যাক্টেরিয়া প্রয়োজনের থেকে বেশি হারে জন্মাতে শুরু করে। এর ফলে হজম সংক্রান্ত সমস্যা দেখা দেয়। বিপাকতন্ত্রে ভাল এবং মন্দ দু’ধরনেরই ব্যাক্টেরিয়া থাকে। কিন্তু, যদি মন্দ ব্যাক্টেরিয়ার সংখ্যা ক্ষুদ্রান্ত্রে বেড়ে যায়, তখনই গ্যাসট্রাইটিস এবং ডায়েরিয়া গোছের সমস্যা দেখা দিতে থাকে। পেট ফুলেও যেতে পারে। সেলেনা সেই সমস্যাতেই ভুগছেন বলে জানিয়েছেন। চিকিৎসকেরা জানাচ্ছেন সিবো দীর্ঘমেয়াদি সমস্যা হতে পারে। তবে চিকিৎসায় এর সমাধান সম্ভব।