প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত
করোনা প্রথম দু’টি পর্যায়ে এবং সাম্প্রতিক স্ফীতিতে সব মিলিয়ে অসংখ্য কোভিড রোগীর চিকিৎসা করেছেন তিনি। এখনও প্রতিদিন তাঁর কাছে করোনা আক্রান্তদের আসা যাওয়া লেগেই আছে। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেও নিজেকে সুস্থ রেখেছেন তিনি। কোন জাদুবলে এই অসম্ভবকে সম্ভব করলেন তিনি? আনন্দবাজার অনলাইনের কোভিড কালে ‘ভরসা থাকুক’ ফেসবুক ও ইউটিউব লাইভে এই প্রশ্নের জবাব দিলেন পালমোনালজিস্ট সুস্মিতা রায়চৌধুরী।
সুস্মিতা বললেন, ‘‘আসলে কোনও জাদু নয়। সঠিক সচেতনতা। আমাকে অনেকেই বলে যে আমার কোভিড হয়ে গিয়েছে। আমিই বুঝতে পারিনি। বিগত দু’বছরে অসংখ্যবার আরটি-পিসিআর পরীক্ষা করিয়েছি। কিন্তু সকলের শুভেচ্ছায় পরীক্ষার ফলাফল কখনোই পজিটিভ আসেনি।’’
ছবি: সংগৃহীত
তিনি কি বিশেষ কোনও সতর্কতা অবলম্বন করেছিলেন?
সুস্মিতার উত্তর, ‘‘বিশেষ কিনা জানিনা তবে সঠিক ভাবে মাস্ক ব্যবহার করেছিলাম। আমরা বারেবারে বলেছি যে দূরত্ব বজায় রাখাটা জরুরি। মাস্ক না পরে দূরত্ব বজায় রাখার কোনও মানে হয় না। ভাইরাসটি শরীরের মূল প্রবেশপথ মূলত নাক এবং মুখ। মাস্কের সঠিক ব্যবহার করে সেই দুটি পথ রোধ করার দায়িত্ব একান্তই আমাদের।’’