Weight Loss Tips

দ্রুত মেদ ঝরাতে শরীরচর্চার পাশাপাশি নিয়মিত খেতে হবে দু’টি সব্জির রস! সেগুলি কী?

শরীরচর্চার পাশাপাশি ডায়েটের উপর নজর দেওয়া বিশেষ ভাবে জরুরি। কারণ, এমন কিছু খাবার রয়েছে যা বিপাকহারের সঙ্গে সম্পর্ক-যুক্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ২১:০৬
Share:

ছবি: সংগৃহীত।

ওজন ঝরানোর ‘রেডিমেড’ কোনও উপায় নেই। নিয়মিত ঘাম ঝরিয়ে, পছন্দের খাবার না খেয়ে থাকতে হয়। তবে এই ডায়েট এবং শরীরচর্চা নিয়ে একঘেয়েমি দেখা যায় অনেকের মধ্যেই। কয়েক দিন নিয়ম মেনে চলার পর দুম করে সব ছেড়ে দিতে মন চায়। পুষ্টিবিদেরা বলছেন, রোগা হওয়ার এই পর্বে শরীরচর্চার পাশাপাশি ডায়েটের উপর নজর দেওয়া বিশেষ ভাবে জরুরি। কারণ, এমন কিছু খাবার রয়েছে যা বিপাকহারের সঙ্গে সম্পর্ক-যুক্ত। এই কাজে সাহায্য করতে পারে মাটির তলার দুটি সব্জি দিয়ে তৈরি স্যুপ। গাজর এবং মুলো।

Advertisement

২০১৫ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ওজন ঝরাতে গাজর এবং মুলোর স্যুপ বিশেষ ভাবে কার্যকর। গাজর এবং মুলোতে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি দ্রুত মেদ ঝরাতে সাহায্য করে। তা ছাড়া এই দু’টি সব্জির গ্লাইসেমিক ইনডেক্স কম। তাই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতেও এগুলি সাহায্য করে। অন্ত্র ভাল রাখতে সাহায্য করে এই পানীয়টি।

কী ভাবে বানাবেন গাজর, মুলোর স্যুপ?

Advertisement

উপকরণ

আধ কাপ গাজর

আধ কাপ মুলো

দেড় কাপ জল

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে জল ফুটতে দিন। তার মধ্যে দিয়ে দিন কেটে রাখা গাজর এবং মুলো। ফুটে উঠলে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিন। ৩ থেকে ৪ মিনিট এই ভাবে রেখে দিন। এ বার গাজর এবং মুলোর স্যুপ খাওয়ার জন্য তৈরি। সব্জিগুলো খেতে না চাইলে তুলে নিতে পারেন। খেসে নিলেও অসুবিধের কিছু নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement