Pervez Musharraf

দীর্ঘ দিন ধরে অ্যামাইলয়েডোসিস রোগে ভুগছিলেন মুশারফ! কী এই রোগ? উপসর্গই বা কী?

গত বছরই মুশারফের পরিবারের সদস্যরা ওঁর টুইটার থেকে জানান, তাঁর আরোগ্য সম্ভব নয়। পরে পরিবারের তরফে বলা হয় মুশারফকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩০
Share:

শরীরের কোন অংশে অ্যামাইলয়েড প্রোটিন জমছে, তার উপর নির্ভর করে এই রোগের উপসর্গও ভিন্ন হয়। ছবি: সংগৃহীত।

অ্যামাইলয়েডোসিস রোগে আক্রান্ত হয়ে প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। গত বছরই মুশারফের পরিবারের সদস্যরা ওঁর টুইটার থেকে জানান, তাঁর আরোগ্য সম্ভব নয়। পরে পরিবারের তরফে বলা হয়, মুশারফকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। মুশারফের পরিবারের তরফে জানানো হয়, অ্যামাইলয়েডোসিস নামক রোগের কারণে তাঁর অঙ্গগুলি বিকল হয়ে পড়েছে। এই রোগটি সংযোগকারী টিস্যু এবং অঙ্গগুলিকে নিজ নিজ কাজ করতে বাধা দেয়।

Advertisement

অ্যামাইলয়েডোসিস একটি বিরল রোগ। এই রোগের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ এবং টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে ঘটে। এই রোগে আক্রান্ত হলে যে অঙ্গগুলি প্রভাবিত হতে পারে, তার মধ্যে রয়েছে হৃদ্‌যন্ত্র, কিডনি, লিভার, প্লীহা, স্নায়ুতন্ত্র এবং পাচনতন্ত্র।

শরীরের কোন অংশে অ্যামাইলয়েড প্রোটিন জমছে, তার উপর নির্ভর করে এই রোগের উপসর্গও ভিন্ন হয়। সার্বিক ভাবে কোন কোন উপসর্গ দেখে সতর্ক হবেন?

Advertisement

১) শরীরে ক্লান্তি ও দুর্বলতা।

২) শ্বাস নিতে কষ্ট হওয়া।

৩) হাত-পা ফুলে যাওয়া, ব্যথা হওয়া কিংবা অসাড় হয়ে যাওয়া।

৪) ডায়েরিয়া, কোষ্ঠকাঠিন্য, মলের সঙ্গে রক্তপাত।

৫) জিভে ক্ষত হওয়া।

৬) চোখের পাতার চারপাশে মেদের মতো অংশ জমা হওয়া।

শরীরে এই উপসর্গগুলি দেখা দিলে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement