বায়ুমণ্ডলের ক্রমবর্ধমান ওজন স্তর সময়ের সঙ্গে কিশোর-কিশোরীদের মধ্যে বিষণ্ণতা ডেকে আনে। ছবি: সংগৃহীত
দূষণের কারণে বায়ুমণ্ডলের ওজন স্তরের ঘনত্ব দিন দিন বেড়েই চলেছে। আর এর কুপ্রভাব পড়ছে কিশোর-কিশোরীদের মনের উপর।
‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ নামক এক পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বায়ুমণ্ডলের ক্রমবর্ধমান ওজন স্তর সময়ের সঙ্গে কিশোর-কিশোরীদের মধ্যে বিষণ্ণতা ডেকে আনে। গবেষকদের দাবি, ওজন স্তরের ঘনত্ব বৃদ্ধির কারণে কমবয়সিরা মানসিক অবসাদে ভোগে। শুধু তা-ই নয়, তাদের ঘুমের ব্যাঘাত ঘটে এর কারণে। এমনকি, তাদের মনে আত্মহত্যার চিন্তাও আসতে পারে।
প্রতীকী ছবি
এই গবেষণায় দাবি করা হয়েছে, বায়ুদূষণ শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও হানি করে। আমেরিকার স্যান ফ্রান্সিসকো নিবাসী ২১৩ জন কিশোর-কিশোরীকে নিয়ে দীর্ঘ চার বছর ধরে এই গবেষণা চালানো হয়। গবেষণায় অংশগ্রহণকারী সকলের বয়স ছিল নয় থেকে তেরো বছরের মধ্যে।
দেখা গিয়েছে, যে সব স্থানে ওজনের মাত্রা তুলনামূলক কম, সেখানকার ছবিও এক। সেই এলাকার কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য মোটেই ভাল নেই। কারণ, সেখানেও যথেষ্ট দূষণ রয়েছে। গবেষকের মতে, বায়ুদূষণ শরীরে নানা রকম প্রদাহ সৃষ্টি করে। আর সেই কারণেই মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। কিশোর-কিশোরীরা বিভিন্ন কারণে অনেকটা সময় বাড়ির বাইরে কাটায়। তাই তাদের মধ্যে মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেকটা বেশি।