Hrithik Roshan

৪৮ বছর বয়সেও হৃতিকের নজরকাড়া ফিটনেস! ‘এইট প্যাক’ তৈরি করতে কত কসরত করলেন অভিনেতা

কালো জিমের পোশাক তুলে হৃতিক নিজেই দেখাচ্ছেন তাঁর ‘এইট প্যাক’। ছবিটি ভাইরাল হওয়া মাত্রই অনুরাগী থেকে বলিপাড়ার তারকা, অনেকেই এমন চেহারার রহস্য জানতে চেয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১৪:৪৬
Share:

৪৮ বছর বয়সি অভিনেতার শরীরের প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে কঠিন শারীরিক কসরতের ছাপ! ছবি: ইনস্টাগ্রাম।

বছরের শুরুতেই যে প্রিয় তারকার থেকে এমন চমক পাবেন, তা আশাও করতে পারেননি অনুরাগীরা। সমাজমাধ্যমে নিজের ‘রিপড লুক’-এর ছবি পোস্ট করে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন অভিনেতা হৃতিক রোশন। ইনস্টাগ্রামে ছবিতে দেখা গিয়েছে, কালো জিমের পোশাক তুলে হৃতিক নিজেই দেখাচ্ছেন তাঁর ‘এইট প্যাক’। শরীরে মেদের চিহ্ন মাত্র নেই। উল্টে ৪৮ বছর বয়সি অভিনেতার শরীরের প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে কঠিন শারীরিক কসরতের ছাপ!

Advertisement

ছবিটি ভাইরাল হওয়া মাত্রই অনুরাগী থেকে বলিপাড়ার অনেক তারকাই এই শরীরের পিছনে কী রহস্য, তা জানতে চেয়েছেন। হৃতিকের ফিটনেস প্রশিক্ষক ক্রিস গেথিন ছবির নীচে লিখেছেন, ‘‘এই ছবিগুলি হৃতিকের ১২ সপ্তাহের মাসল বিল্ডিং ট্রেনিং প্রোগ্রাম চলাকালীন নেওয়া হয়েছে। মাত্র আট সপ্তাহেই হৃতিক এই লুকটি তৈরি করতে পেরেছেন। তবে এটা সবে শুরু।’’

এক সাক্ষাৎকারে হৃতিক শরীরের এই বদল নিয়ে বেশ কিছু কথা বললেন। হৃতিক বললেন, ‘‘ফিট হওয়ার এই গোটা সফরটা বেশ মজাদার ছিল। গত ৩-৪ বছর ধরে আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যখন আবার নিজেকে পুরনো রূপে দেখতে পাব। অনেকটা সময় আমি শরীরচর্চা নিয়ে তেমন কিছু করার কথা ভাবিনি। ২০১৯ সালে ‘ওয়ার’ ছবিতে টাইগার শ্রফের সঙ্গে কাজ করার সময় ও আমাকে অনেক কিছু শিখিয়েছিল। আমি যে শরীরচর্চা নিয়ে এত কিছু করতে পারি, সে বিষয়ে আমার চোখ খুলে দেয় টাইগার। ও আমাকে শিখিয়েছে, জীবনের কত গুরুত্বপূর্ণ বিষয়কে আমি তুচ্ছ ভাবতে শুরু করেছিলাম।’’

Advertisement

‘ধুম ২’ ছবির পর বড় পর্দায় হৃতিকের সেই শরীর দেখানো ‘উষ্ণ’ অবতার তেমন ভাবে দেখতে পাননি দর্শক।

বয়সের জন্যই কি হৃতিক শরীরচর্চা থেকে মনোযোগ হারিয়ে ফেলেছিলেন?

‘ধুম ২’ ছবির পর বড় পর্দায় হৃতিকের সেই শরীর দেখানো ‘উষ্ণ’ অবতার তেমন ভাবে দেখতে পাননি দর্শক। ‘ওয়ার’ ছবি করতে গিয়ে হৃতিকের মনে হয়েছে তাঁর শরীর ছবিটির জন্য আদৌ তৈরি নয়। ছবির পরে বেশ কিছটা হতাশার মধ্যেও চলে গিয়েছিন তিনি। হৃতিক বলেন, ‘‘বয়স হতে পারে অন্যতম কারণ। তবে বয়সকে পুরোপুরি দায়ী আমি মোটেই করব না। কোথাও একটা মনে হয়েছিল যে খানিকটা বিশ্রামের প্রয়োজন। তা ছাড়া ‘কাবিল’ ও ‘সুপার ৩০’-এর মতো ছবিগুলিতে সে ভাবে শরীরের জন্য বাড়তি কসরত করারও প্রয়োজন পড়েনি। তবে এ বার কোনও ছবির জন্যই নয়, শুধু মাত্র নিজের শরীরের কথা ভেবেই বদলেছি। আর সারা জীবন এই ভাবেই থাকতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement