liver

Liver Disease: মদ নয়, কোন পানীয় লিভারের সবচেয়ে বেশি ক্ষতি করে

অ্যালকোহলের তুলনায় মিষ্টি দেওয়া পানীয় শরীরের পক্ষে বেশি ক্ষতিকর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৭:৪১
Share:

মিষ্টি জাতীয় পানীয় লিভারের ক্ষতি করে সৌজন্য : আইস্টক

লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভার শরীরের যাবতীয় দূষিত পদার্থ পরিশোধন করে শরীরকে সুস্থ রাখে। যাঁরা অত্যধিক পরিমাণে মদ্যপান করেন, তাঁদের লিভার স্বাভাবিক ভাবে কাজ করতে পারে না। অ্যালকোহলের কারণে ক্ষতিগ্রস্থ হয় লিভার। এবং হালের সমীক্ষা বলছে, যে কোনও বয়সেই এই ধরনের ক্ষতি হতে পারে।

Advertisement

১৯৪৮ সালে, বস্টনে ফ্রেমিংহাম হার্ট স্টাডি নামক একটি গবেষণা শুরু হয়েছিল, যা এখনও চলছে। এই গবেষণা বলছে যে শুধু অ্যালকোহল নয় বাড়তি চিনি দেওয়া পানীয় বা অ্যালকোহলহীন সোডাও লিভারে অতিরিক্ত চর্বি জমার আশঙ্কা তৈরি করে।

Advertisement

অ্যালকোহলের তুলনায় চিনি দেওয়া পানীয় অধিক ক্ষতি করে। প্রতীকী ছবি।

তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে মিষ্টি জাতীয় পানীয় খাওয়া বন্ধ করতে হবে। যাঁরা অ্যালকোহল পান করেন তাঁদের তুলনায় যাঁরা নিয়মিত বোতলের ঠান্ডা পানীয় খান, তাঁদের ফ্যাটি লিভারের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। সপ্তাহে একদিনও এই ধরনের পানীয় খাওয়া যথেষ্ট ক্ষতিকর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement