প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
করোনা মহামারির মাঝেই নেদারল্যান্ডসের গবেষকরা এইচআইভি ভাইরাসের এক নয়া প্রজাতি শনাক্ত করেছেন যা অনেক বেশি সংক্রামক এবং ক্ষতিকারক বলে মনে করা হচ্ছে। এই গবেষণায় জানা গিয়েছে, যে ব্যক্তিরা এইচআইভি-র এই মারাত্মক রূপে আক্রান্ত তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হারে হ্রাস পাচ্ছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিগ ডেটা ইনস্টিটিউটের গবেষকদের নেতৃত্বে করা এই গবেষণায় দেখা গিয়েছে যে, এইচআইভি-র সাব-টাইপ-বি দ্বারা সংক্রমিত ব্যক্তিদের রক্তে ভাইরাসের লোড অনেকটা বেশি। শুধু তাই নয়, এইচআইভি ভাইরাসের এই রূপটি এডসের ঝুঁকি তিন গুণ বাড়িয়ে দিতে পারে।
প্রতীকী ছবি।
তবে এইচআইভি-র এই রূপ নতুন নয়। বেশ কয়েক বছর আগেই এই রূপের খোঁজ মিলেছে। তবে এইচআইভি-র চিকিত্সায় গ্রহণযোগ্যতা পায়নি।
এইচআইভি ভাইরাস প্রতি মিনিটে একটি জীবন নিয়ে চলেছে। বিজ্ঞানীরা দীর্ঘ কাল ধরে এইচআইভি-র নতুন, আরও সংক্রমণযোগ্য রূপের বিবর্তন নিয়ে সত্যিই চিন্তিত।
‘ইউনাইটেড নেশনস জয়েন্ট প্রোগ্রাম অন এইচআইভি/ এডস’-এর তরফে ইমন মারফি জানিয়েছেন, বিশ্বব্যাপী এইচআইভি সংক্রমিত প্রায় এক কোটি মানুষ এখনও চিকিৎসাধীন নন। যা এই ভাইরাসের ক্রমাগত বিস্তার এবং আরও রূপ বদলের আশঙ্কাকে আরও উসকে দিচ্ছে।