Suagr Alternatives

মিষ্টির প্রতি প্রেম এবং রোগা হওয়ার বাসনা, দু’টোই তীব্র? চিনির বদলে খেতে পারেন ৩ খাবার

চিনি খাওয়া বারণ, তবে বিকল্প কিছু খাবার রয়েছে যেগুলি চাইলে খেতে পারেন। ওজন বেড়ে যাওয়ার ভয় নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩২
Share:

চিনির বদলে বেছে নিতে পারেন স্বাস্থ্যকর বিকল্প। ছবি: সংগৃহীত।

চেহারায় ওজনদার বন্ধু শুধুমাত্র ‘নো সুগার’ ডায়েট করেই কয়েক কেজি কমিয়ে ফেলেছেন। তাই জিমে যাওয়া এবং কড়া ডায়েট বন্ধ করে আপাতত ‘চিনি কম’-এই মন দিয়েছেন। তবে বিভিন্ন পত্র-পত্রিকা ঘেঁটে জেনেছেন পরিমাণে কম নয়, চিনি খাওয়া একেবারে বন্ধ করে দিতে হবে। এ দিকে রোগা হওয়ার বাসনা এবং মিষ্টির প্রতি প্রেম দু’টোই তীব্র। মনেপ্রাণে রোগা হতে চান, অথচ চিনি ছাড়া চা খেতে পারেন না, তা হলে মুশকিল। কোনও একটি পথে পা বাড়াতে হবে। পুষ্টিবিদেরা জানান, মিষ্টি কিংবা চিনি খাওয়া পুরোপুরি বারণ। তাই বলে মিষ্টি স্বাদ একেবারে নেওয়া যাবে না, সেটাও নয়। চিনি খাওয়া বারণ, তবে বিকল্প কিছু খাবার রয়েছে যেগুলি চাইলে খেতে পারেন। ওজন বেড়ে যাওয়ার ভয় নেই।

Advertisement

গুড়

বেশি মিষ্টি খেলে ত্বক, চুলের ক্ষতি হয়। কিন্তু সেই মিষ্টি পদটি যদি চিনির বদলে গুড় দিয়ে বানানো যায়, তবে এই সমস্যা দূর করা সম্ভব। তবে চিনির বদলে গুড় খেলে রক্তাল্পতা, হাড়ের সমস্যা, হরমোনের সমস্যা থেকে পেটের মেদ সবই নিয়ন্ত্রণে থাকবে।

Advertisement

ডার্ক চকোলেট

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর ডার্ক চকোলেট শুধু ত্বক বা চুল নয়, হার্টের স্বাস্থ্য এবং হরমোনের জন্যও সমান উপকারী। প্রতি দিন ১ থেকে ২ টুকরো ডার্ক চকোলেট খেতে পারেন নিশ্চিন্তে।

খেজুর

আয়রন, ফাইবার, পটাশিয়াম, কপার, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি৬-এর গুণে ভরপুর খেজুর অ্যানিমিয়া, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। দোকান থেকে কেনা মিষ্টির বদলে দু-চারটে খেজুর খেলে মিষ্টি খাবার খাওয়ার ঝোঁক নিয়ন্ত্রণ করা সম্ভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement