Omicron XE Variant: ৫ তথ্য: করোনা এক্সই নিয়ে না জানা থাকলে বিপদ হতে পারে

চলতি বছরের জানুয়ারি মাসে ইংল্যান্ডে হদিশ মেলে নয়া উপপ্রজাতি ‘এক্সই’-র। বিশেষজ্ঞরা বলছেন, ‘এক্সই’ অনেক বেশি সংক্রামক হয়ে উঠতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৮:৩৪
Share:

এক বার কি দু’বার কোভিড আক্রান্ত হওয়ার পরেও ওমিক্রনের নতুন রূপ ‘এক্সই’তে সংক্রমিত হতে পারেন। ছবি: সংগৃহীত

এখনও পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক প্রজাতি ওমিক্রন। সেই ওমিক্রনের মধ্যে আবার এত দিন ‘বিএ.২’ উপপ্রজাতিকে বেশি সংক্রামক বলে জানা গিয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে ইংল্যান্ডে হদিশ মেলে নয়া উপপ্রজাতি ‘এক্সই’-র। বিশেষজ্ঞদের একাংশ বলছেন ‘এক্সই’ বিএ.১২’ উপপ্রজাতির তুলনায় অন্তত ১০ শতাংশ বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-র সংক্রমক রোগ বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, করোনা ভাইরাসের ওমিক্রন রূপের অন্তর্গত ‘বিএ ১’ এবং ‘বিএ ২’ উপপ্রজাতি দু’টির সংমিশ্রণের পর ‘এক্সই’ উপপ্রজাতি তৈরি হয়েছে। ইতিমধ্যে ভারতেও আগমন ঘটেছে এই ভাইরাসের। মুম্বই এবং গুজরাটে দু’জন ‘এক্সই’ আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।

Advertisement

নিজেকে সুরক্ষিত থাকতে ওমিক্রনের এই নয়া রূপ সম্পর্কে কয়েকটি বিষয় জেনে রাখা প্রয়োজন।

১) কোভিড হলেও হতে পারে ‘এক্সই’: এক বার কি দু’বার কোভিড আক্রান্ত হওয়ার পরেও ওমিক্রনের নতুন রূপ ‘এক্সই’তে সংক্রমিত হতে পারেন। পূর্বে কোভিড আক্রান্ত হওয়ার ফলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হলেও সেই ক্ষমতাকে অনায়াসে অতিক্রম করে শরীরে বাসা বাঁধতে পারে ‘এক্সই’।

Advertisement

ডেল্টা ভাইরাসের উপসর্গগুলির মতো ততটাও সক্রিয় বা মারাত্মক নয় এক্সই-র উপসর্গ। ছবি: সংগৃহীত

২) উপসর্গগুলি খুব সক্রিয় নয়, বরং মৃদু: জ্বর, শরীরে বিভিন্ন অংশে ব্যথা, হালকা শ্বাসকষ্ট, সর্দি, কাশি— এখনও পর্যন্ত এক্সই-র সাধারণ লক্ষণ। ডেল্টা ভাইরাসের উপসর্গগুলির মতো ততটাও সক্রিয় বা মারাত্মক নয়। তবে মৃদু উপসর্গ বলে এড়িয়ে না গিয়ে বরং সুস্থ থাকতে অনেক বেশসচেতন থাকুন।

৩) ‘এক্সই’তে শিশুদের ঝুঁকি কম: ১২ বছর পর্যন্ত করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও ১০ বছরের নীচে থাকা বাচ্চাদের টিকা দেওয়ার কোনও প্রক্রিয়া এখনও চালু হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা, ওমিক্রনের তুলনায় এই নয়া রূপ ‘এক্সই’তে বাচ্চাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক ভাবে কম। তবে আশঙ্কা একেবারে নেই এমন নয়। তাই শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন।

৪)‘এক্সই’ রুখতেসাহায্য করতে পারে কোভিড টিকা: বুস্টার বা অন্তত পক্ষে দু’টি কোভিড টিকা নেওয়া থাকলে ওমিক্রনের এই নয়া রূপে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। সাম্প্রতিক ওমিক্রন স্ফীতিতে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালগামী রোগীর সংখ্যা অনেক কম ছিল। অধিকাংশই মৃদু উপসর্গ নিয়ে নিভৃতবাসে ছিলেন। এর কারণ হিসাবে চিকিৎসকরা কোভি়ড টিকার কথাই বলেছিলেন। তাই সুরক্ষিত থাকতে টিকা নেওয়াটা অত্যন্ত জরুরি।

৫) ভাইরাসের রূপ বদল হতে পারে: পরিস্থিতি অনুযায়ী নিজের রূপ বদলাতে পারে ‘এক্সই’। শরীরের প্রতিরোধ ক্ষমতা অতিক্রম করে শরীরে বাসা বাঁধতে নিজেকে যেকোনও মুহূর্তে আরও সক্রিয় করে তুলতে পারে এই ভাইরাস। তাই সুরক্ষিত থাকতে বাড়তি সচেতনতা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement