Virat Kohli's World Record

চার মেরে ১৪ হাজার রান কোহলির, এক দিনের ক্রিকেটে ভেঙে দিলেন সচিনের বিশ্বরেকর্ড

এক দিনের ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে চার মেরে এই মাইলফলকে পৌঁছলেন তিনি। দ্রুততম ব্যাটার হিসাবে বিশ্বরেকর্ড কোহলির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩
Share:

পাকিস্তানের বিরুদ্ধে মারমুখী মেজাজে বিরাট কোহলি। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ম্যাচে বিশ্বরেকর্ড করলেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ হল তাঁর। পাকিস্তানের বিরুদ্ধে চার মেরে এই মাইলফলকে পৌঁছলেন তিনি। দ্রুততম ব্যাটার হিসাবে বিশ্বরেকর্ড কোহলির। এক দিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নামার আগে কোহলির রান ছিল ১৩,৯৮৫। অর্থাৎ, ১৪ হাজার রান করতে মাত্র ১৫ রান করতে হত তাঁকে। ভারতের ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে হ্যারিস রউফকে লং অফ এলাকায় চার মারেন কোহলি। সেই বাউন্ডারির সঙ্গেই ১৪ হাজার রান পূর্ণ হয়েছে তাঁর।

কোহলি ভেঙে দিয়েছেন সচিনের রেকর্ড। সচিন ১৪ হাজার রান করতে ৩৫০টি এক দিনের ইনিংস খেলেছিলেন। সেখানে কোহলি খেলেছেন ২৮৭টি ইনিংস। অর্থাৎ, সচিনের থেকে ৬৩ ইনিংস কম খেলে ১৪ হাজার রান করলেন ভারতীয় ব্যাটার। তিন নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। ৩৭৮টি ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন তিনি।

Advertisement

একটি দিক থেকে অবশ্য মিল রয়েছে সচিন ও কোহলির। সচিন পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন। কোহলিও সেই পাকিস্তানের বিরুদ্ধেই এই কীর্তি করলেন। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে ১৪ হাজার রান হল কোহলির। সচিন ও সঙ্গকারার পরে সেই মাইলফলকে পৌঁছলেন কোহলি।

পাকিস্তানের বিরুদ্ধে নজির গড়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। ওপেনার হিসাবে এক দিনের ক্রিকেটে ৯ হাজার রান হয়েছে তাঁর। আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করেছেন রোহিত। পরের ম্যাচে তিনি আরও একটি নজির গড়লেন। যদিও বেশি রান করতে পারেননি রোহিত। ১৫ বলে ২০ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement