High Blood Pressure Problem

রক্তচাপ বশে রাখতে শরীরচর্চা করেন? কোন ব্যায়ামগুলি করলে আবার হিতে বিপরীত হতে পারে?

রক্তচাপের মাত্রা সঠিক রাখতে ব্যায়াম করা যেমন জরুরি, তেমনই উচ্চ রক্তচাপ থাকলে কয়েকটি শরীরচর্চা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সেগুলি কী কী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ১২:২৯
Share:

রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন। ছবি: সংগৃহীত।

মানসিক চাপ, অনিয়মিত খাওয়াদাওয়া, অস্বাস্থ্যকর জীবনযাপন উচ্চ রক্তচাপের নেপথ্যে রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে স্ট্রোক বা হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার অন্যতম উপায় নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা। শরীরচর্চার অভ্যাস থাকলে অনেক রোগই কাছে ঘেঁষতে পারে না। রক্তচাপের মাত্রা সঠিক রাখতে ব্যায়াম করা যেমন জরুরি, তেমনই উচ্চ রক্তচাপ থাকলে কয়েকটি শরীরচর্চা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সেগুলি কী কী?

Advertisement

ওয়েট লিফ্টিং

ধরনের ব্যায়াম হাড় ও পেশি শক্তিশালী করতে সাহায্য করে। তবে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ‘ওয়েট লিফ্টিং’-এর অনুশীলন এড়িয়ে যাওয়াই ভাল। কারণ এতে রক্তচাপের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

Advertisement

স্প্রিন্টিং

সাইকেল চালানো, হালকা দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি সবই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য স্বাস্থ্যকর হলেও ‘স্প্রিন্টিং’ না করাই ভাল। এতে রক্তাপের মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে।

স্কোয়াশ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে মূলত যোগাসন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। মাঝেমাঝে অল্প বিস্তর অন্যকিছু হালকা ব্যায়াম করার কথাও বলেন। ‘স্কোয়াশ’ এমন একটি শারীরিক অনুশীলন যা অত্যন্ত পরিশ্রমসাধ্য। অতিরিক্ত পরিশ্রমের কোনও কাজ উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে এড়িয়ে যাওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement