bread

Health Tips: রোজ পাউরুটি খাচ্ছেন? হ্রাস পেতে পারে স্মৃতিশক্তি

রোজকার এই পাউরুটি খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে বিপদ। শরীরের নানা সমস্যা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪২
Share:

রোজ পাউরুটি খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। ছবি: সংগৃহীত

সকালে অফিসে বেরোনোর তাড়ায় অনেকেই অধিকাংশ দিনই প্রাতরাশে পাউরুটি খেয়ে নেন। ডিম-পাউরুটি হোক মাখন-পাউরুটি— ব্যস্ততার মধ্যে পেট ভরাতে পাউরুটিই ভরসা। তবে রোজকার এই পাউরুটি খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে বিপদ। শরীরের নানা সমস্যা হতে পারে।

Advertisement

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেচেন মেল তাঁর একটি গবেষণায় দাবি করেছেন, দীর্ঘ দিন ধরে নিয়মিত পাউরুটি খাওয়া শরীরের পক্ষে মোটেই উপকারী নয়। শরীরে, বিশেষ করে মস্তিষ্কের উপর এর বেশি প্রভাব পড়ে। পাউরুটিতে থাকা টাইটেনিয়াম অক্সাইড শরীরে গেলে মস্তিষ্কে ক্ষতি হতে পারে।

ছবি: সংগৃহীত

যাঁরা নিয়মিত পাউরুটি খান এই রকম প্রায় ২০০ জন মানুষের উপর সমীক্ষা চালিয়ে জানা গিয়েছে, এই টাইটেনিয়াম অক্সাইডের প্রভাবে মানুষ অমনোযোগী হয়ে পড়েন। মনোসংয‌োগের অভাব দেখতে পাওয়া যায়। এমনকি, ধীরে ধীরে হ্রাস পেতে পারে স্মৃতিশক্তিও। টাইটেনিয়াম অক্সা‌ই়়ডের কারণে বাড়তে পারে ক্যানসারের আশঙ্কাও।

Advertisement

এগুলি ছাড়াও মাত্রাতিরিক্ত পাউরুটি খেলে আর কী কী সমস্যা দেখা দিতে পারে?

১) শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এর ফলে বাড়তে পারে হৃদ্‌রোগের আশঙ্কাও।

২) গবেষণায় দেখা গিয়েছে রোজ পাউরুটি খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। ফলে ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থেকে যায়।

৩) অন্যদিকে অতিরিক্ত পাউরুটি খেলে কার্বোহাইড্রেটের পরিমাণও বাড়তে শুরু করে। ফলে ওজন বাড়তে শুরু করে। বেড়ে যায় উচ্চ রক্তচাপের সমস্যাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement