রাস্তার যানজটের সঙ্গে উচ্চ রক্তচাপের যোগ রয়েছে বলে জানাচ্ছেন গবেষকরা। ছবি- সংগৃহীত
সিগন্যালে বা যানজটে একটু বেশি ক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকলেই শরীরে অস্বস্তি হয়? হালের গবেষণা বলছে, রাস্তার সিগন্যালে আটকে থাকা গাড়ির আওয়াজ কিন্তু হাইপার টেনশন এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে।
গবেষক জ়িং হুয়াং ৪০ থেকে ৬৯ বছর বয়সি প্রায় আড়াই লক্ষ মানুষের উপর দীর্ঘ দিন ধরে এই সংক্রান্ত গবেষণা করে দেখেছেন, ব্যস্ত রাস্তার পাশে থাকা মানুষরদের মধ্যে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে গিয়েছে অনেক গুণ। শুধু তা-ই নয়, সেই সকল মানুষের শরীরে নাইট্রোজেন ডাই-অক্সাইডের সূক্ষ্ম সূক্ষ্ম কণাও পাওয়া গিয়েছে।
জ়িং বলেন, “বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পরও রাস্তার যানজটের সঙ্গে উচ্চ রক্তচাপের যোগ দেখে প্রথমে আমরা একটু চিন্তায় ছিলাম। কারণ, বায়ুদূষণের সঙ্গে এই ধরনের সমস্যা থাকলেও থাকতে পারে। কিন্তু আওয়াজের সঙ্গে তেমনটা হওয়ার কথা নয়।” জ়িং জানিয়েছেন, শুধু দূষণের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভাবলেই চলবে না। এই শব্দদূষণের সঙ্গে সম্পর্কযুক্ত সব বিষয়ে আলাদা আলাদা করে নজর দেওয়া প্রয়োজন।