fat

Eating: কাজের তাড়ায় রোজই দ্রুত খাচ্ছেন? সেই কারণেই ওজনও বাড়ছে দ্রুত

তাড়াহুড়ো করে খেলে মানসিক চাপ বাড়ে। তাই ওজনও বাড়ে। অন্যদিকে, আস্তে আস্তে খেলে মন ভাল হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ২০:২১
Share:

দ্রুত খেলে ওজন বাড়ে। ছবি: সংগৃহীত

তাড়াতাড়ি খেলে মেদ বাড়ে। এমনই বলছেন বিশেষজ্ঞরা। তুলনায় যদি আস্তে আস্তে খাওয়া যায়, অতটাও ওজন বাড়বে না, পাশাপাশি আরও কয়েকটি উপকার হবে।
দেখে নেওয়া যাক আস্তে খাওয়ার গুণ কী কী, কোন কোন কারণে ধীরে খেলে ওজন বৃদ্ধি হয় না।

Advertisement

বেশি পুষ্টি: আস্তে খেলে অনেক বেশি পরিমাণে খাদ্যগুণ হজম করতে পারে শরীর। শরীরে মেদও কম জমে।
মন ভাল থাকে: শুনে অবাক লাগলেও কথাটা সত্যি। তাড়াহুড়ো করে খেলে উদ্বেগের পরিমাণ বাড়ে। অন্যদিকে, আস্তে আস্তে খেলে মন ভাল থাকে। তাতে ওজন বৃদ্ধি হয় না।

হজম ভাল: বেশি করে চিবিয়ে খাচ্ছেন? তাতে খাবার হজমও হয় ভাল। খাবার যত বেশি ক্ষণ মুখে থাকে, ততই তার মধ্যে থাকা চর্বি বা স্নেহপদার্থ ক্রমশ হজম হতে থাকে।
ক্যালোরি কমানো: বেশি চিবিয়ে খেলে মুখের ব্যায়াম হয়। তাতে কিছু মেদ তো কমেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement