Ram Kapoor Weight Loss

ভোল পাল্টে ‘অজ্ঞাতবাস’ থেকে ফিরলেন অভিনেতা রাম! তিন মাসে কত ওজন ঝরালেন অভিনেতা?

গোলগাল ফোলা গালের জায়গায় ধারালো ‘জ লাইন।’ চেনা চেহারাও বহরে অর্ধেক হয়েছে প্রায়। ক্যামেরার সামনে যিনি হাজির হয়েছেন, তাঁকে দেখলে কে বলবে বয়স ৫০ পার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:২৮
Share:

ভোল বদলের আগে রাম কপূর। ছবি : সংগৃহীত।

হঠাৎই অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন অভিনেতা রাম কপূর। টানা তিন মাস তাঁকে টিভির পর্দা তো দূর, রাস্তাঘাট এমনকি, সমাজমাধ্যমেও দেখা যায়নি। অনুরাগীরা তো বটেই আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবও অবাক হয়েছিলেন রাম অমন আচমকা ‘উধাও’ হয়ে যাওয়ায়। অবশেষে রূপ বদলে প্রকাশ্যে এলেন তিনি। আর রামের সেই নতুন রূপ দেখে চোখ কপালে ওঠার জোগাড় ভক্তদের! গোলগাল ফোলা গালের জায়গায় ধারালো ‘জ লাইন।’ চেনা চেহারাও বহরে অর্ধেক হয়েছে প্রায়। ক্যামেরার সামনে যিনি হাজির হয়েছেন, তাঁকে দেখলে কে বলবে বয়স ৫০ পার করেছে। হঠাৎ নজর পড়লে বরং মনে হতে পারে এক ধাক্কায় বছর দশেক কমে গিয়েছে বয়স।

Advertisement

বৃহস্পতিবার স্ত্রী অভিনেত্রী গৌতমী কপূরের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাম। সাদা রঙের একটি টি শার্ট এবং গাঢ় ব্লু জিন্সের সঙ্গে চোখে কালো মোটা ফ্রেমের চশমা পরা রামকে দেখে প্রথমে চিনতেই পারেননি বলিউডের ছবিশিকারিরা। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তাঁর ভোলবদল রহস্য ফাঁস করেননি রাম। পরে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘কিছু দিনের জন্য অনুপস্থিত ছিলাম। তার জন্য দুঃখিত। আসলে একটা লম্বা সময় ধরে নিজেকে তৈরি করছিলাম।’’

গোলগাল চেহারার রাম হঠাৎ কী ভাবে ছিপছিপে চেহারা বানিয়ে ফেললেন সেই প্রশ্নের জবাব সমাজমাধ্যমেও দেননি রাম। তবে বৃহস্পতিবারই আরও একটি ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রী গৌতমীর সঙ্গে একটি ছবি দিয়ে রাম জানিয়েছেন, ৪২ কেজি ওজন ঝরিয়েছেন তিনি।

Advertisement

তিন মাসে ৪২ কেজি ওজন কমানো মুখের কথা নয়। রামের নতুন অবতার দেখে মুগ্ধ হয়েছেন বরুণ ধবন, অর্জুন কপূর, কুণাল খেমুর মতো অভিনেতারা। আপাতত অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, রামের অসাধ্য সাধনের নেপথ্য কাহিনি শোনার জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement