Monkeypox

Monkey pox: বিশ্ব জুড়ে চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স! প্রতিষেধক টিকার ছাড়পত্র দিল ইউরোপীয় ইউনিয়ন

মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে। তারই মধ্যে ইউরোপীয় কমিশনের এই ঘোষণা স্বস্তি জাগিয়েছে বিশ্ববাসীর মনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৮:২৯
Share:

বাজারে আসতে চলেছে মাঙ্কিপক্সের টিকা।

এ বার বাজারে আসতে চলেছে মাঙ্কিপক্সের টিকা। বায়োটেকনোলজি সংস্থার বাভারিয়ান নর্ডিকের তৈরি ইমভেনেক্স টিকাটি মাঙ্কিপক্সের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে, তাই এই টিকাকে বাজারে আনার অনুমতি দিল ইউরোপিয়ান কমিশন।

Advertisement

ইতিমধ্যেই মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করা করা হয়েছে। আর তারই মধ্যে ইউরোপীয় কমিশনের এই ঘোষণা খানিকটা হলেও স্বস্তি জাগিয়েছে বিশ্ববাসীর মনে।

ব্যাভারিয়ান প্রধান নির্বাহী পল চ্যাপলিন এই বিষয়ে বলেছেন, ‘‘এই ভ্যাকসিন বিশ্ববাসীকে মাঙ্কিপক্সের সংক্রমণ এড়াতে সাহায্য করবে। তবে এই ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে আরও বিনিয়োগ এবং জৈবিক প্রস্তুতির কাঠামোগত পরিকল্পনার প্রয়োজন।’’

Advertisement

এর আগে আমেরিকা ও কানাডায় এই টিকা মাঙ্কিপক্স সংক্রমণের বিরুদ্ধে ব্যবহার করা হত। তবে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে এই টিকা কেবল গুটিবসন্ত রোগের প্রতিরোধক হিসাবে ব্যবহার করা হত।

তবে যখন ইউরোপ জুড়ে এই ভাইরাসের প্রকোপ বাড়ল, তখন বেসরকারি ভাবে বাভারিয়ান নর্ডিকের তরফে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে এই টিকা সরবরাহ করা হয়। এত দিনে এই টিকা সরকারি মান্যতা পেল।

এই টিকার কারণে বাভারিয়ান নর্ডিকের শেয়ার দর প্রায় ১২২ শতাংশ বেড়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement