টিপ পরলে স্মৃতিশক্তি বাড়ে। ছবি: সংগৃহীত
শাড়িই পড়ুন কিংবা কুর্তি, একটা টিপ না পরলে সাজটা যেন সম্পূর্ণ হয় না। পোশাকের সঙ্গে রং মিলিয়ে টিপ পরতে অনেক মেয়েই ভালবাসেন। তবে জানেন কি, টিপ পরলে স্বাস্থ্যও ভাল থাকে? শুনে অবাক হচ্ছেন?
যোগশাস্ত্রে বলা হয়, টিপ পরলে মেয়েরা অনেক শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ভাবছেন কী ভাবে?
দুই ভ্রুর ঠিক মাঝখানে টিপ পরা হয়। এই জায়গাটি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নায়ু-বিন্দু। টিপ পরার সময়ে সেই স্থানে আঙুল দিয়ে হালকা চাপ প্রয়োগ করতে হয়। ফলে স্নায়ুগুলি আরও সচল হয়। সারা শরীরে রক্ত চলাচল আরও ভাল ভাবে হয়। স্মৃতিশক্তি বাড়ে। যে কোনও কাজে মনোযোগ আরও বেশি হয়। আমাদের অনুভূতি ক্ষমতাও বাড়ে।
১) যাঁরা নিয়মিত মাথা ব্যথায় ভোগেন, তাঁরা অবশ্যই টিপ পরে থাকুন। বিশেষজ্ঞরা বলছেন, কপালের মাঝাখানে এক বিশেষ চক্র থাকে, যার নাম অজ্ঞান চক্র। টিপ পরার সময় যে হালকা চাপ লাগে, তাতে অজ্ঞান চক্র সক্রিয় হয়। মাথা ব্যথা দূর হয়।
প্রতীকী ছবি
২) বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিপ পরলে মুখের পেশি মজবুত হয়। শুধু তাই নয়, নিয়মিত টিপ পরলে বলিরেখাও ঠেকানো সম্ভব।
৩) টিপ পরলে স্নায়ু উত্তেজিত হয়। এর ফলে কানের পেশি মজবুত হয় ও শ্রবণ ক্ষমতাও বৃদ্ধি পায়। টিপ পরলে দৃষ্টিশক্তিও ভাল হয়।
৪) কর্মব্যস্ত জীবনে কম বেশি সবাই মানসিক অবসাদে ভেগেন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিপ পরলে মানসিক চাপ দূর হয়। এমনকী, সারা দিন ধরে সতেজ থাকতে কপালে টিপ পরতেই পারেন।
৫) আপনি কি অনিন্দ্রায় ভোগেন? সে ক্ষেত্রে টিপ পরুন। সমস্যা দূর হবে।