Black Grapes

ত্বকের যত্নে কালো আঙুর ভাল হলেও শরীরের জন্য এই ফল কখন বিপদ বয়ে আনে?

অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কালো আঙুরের কোনও বিকল্প নেই। ত্বকের যত্নে এই আঙুরের রস ব্যবহার করা ভাল কিন্তু কালো আঙুর কি সকলেই খেতে পারেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৯
Share:

এত গুণ থাকা সত্ত্বেও এই ফলটি বেশি খেলে তা কারও কারও ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ছবি- সংগৃহীত

কালো আঙুর খেলে যেমন স্বাস্থ্যের উন্নতি হয়, তেমন ত্বকের জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ফলটি। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই ফলটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে। কিন্তু পুষ্টিবিদদের মতে, এই কালো আঙুরের এত গুণ থাকা সত্ত্বেও এই ফলটি বেশি খেলে তা কারও কারও ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

Advertisement

কালো আঙুর খাওয়ার ক্ষেত্রে কাদের সতর্ক থাকা উচিত?

Advertisement

দাঁত বা মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা থাকলে কালো আঙুর খাওয়া থেকে বিরত থাকুন।

রক্ত পাতলা রাখার ওষুধ খান যাঁরা, তাঁদেরও কালো আঙুর খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

ত্বকের যত্নে কী ভাবে ব্যবহার করবেন কালো আঙুর?

১) শুষ্ক ত্বকের সেরাম হিসেবে

যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা ময়েশ্চারাইজ়ার ব্যবহার করার আগে মুখে সেরাম মাখেন। বাজার চলতি সেরাম ব্যবহার করতে না চাইলে কালো আঙুরের রস মাখতে পারেন।

২) ত্বকের টোনার হিসেবে

মুখে ওপেন পোরস্‌-এর সমস্যা থাকলে মুখ ধোয়ার পর টোনার ব্যবহার করতে বলেন রূপ বিশেষজ্ঞরা। দোকান থেকে কেনা গোলাপ জল বা টোনার ব্যবহার না করে ব্যবহার করতে পারেন কালো আঙুরের রস।

৩) মাস্ক হিসেবে

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করতে পারেন কালো আঙুরের ক্বাথ। হাতের তালুতে সামান্য পরিমাণ আঙুরের ক্বাথ নিয়ে দু’হাতে ঘষে গরম করে, মুখে মেখে নিন। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement